হাজারীবাগের দাগী আর্ট গ্যারেজে প্রদর্শিত হচ্ছে শিল্পী রাসেল চৌধুরীর একক শিল্পকর্ম প্রদর্শনী ‘একটি সাদামাটা প্রেমের গল্প’।
‘একটি সাদামাটা প্রেমের গল্প’ প্রদর্শনীতে শিল্পী প্রেমকে দেখেছেন একটি নরম, কোমল, স্নিগ্ধ ও অন্তর্গত অনুভব হিসেবে। সাম্প্রতিক সময়ের সামাজিক ও মানসিক অস্থিরতার প্রেক্ষাপটে, যেখানে মানুষ প্রতিনিয়ত জটিল থেকে জটিলতর জীবনের চাপের মুখোমুখি, সেখানে শিল্পী প্রেমকে উপস্থাপন করেছেন এক ধরনের শান্ত প্রতিরোধ হিসেবে। ফুল, পাখি কিংবা সরিষা ক্ষেতের মতো সাধারণ সৌন্দর্য উপভোগ করার যে অবকাশ আজ ক্রমশ সংকুচিত হয়ে আসছে—এই প্রদর্শনী তারই একটি সংবেদনশীল প্রতিফলন।
প্রদর্শনীটি একটি গভীর মানবিক আলাপ। শিল্পীর মতে, বর্তমান সময় এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষের শোক, আনন্দ কিংবা আবেগ দ্রুত পেরিয়ে যায়। প্রযুক্তিনির্ভর বাস্তবতায় মানুষ প্রতিনিয়ত নানা তথ্য ও অভিজ্ঞতায় ভরাক্রান্ত, ফলে কোনো বিশেষ মুহূর্ত গভীরভাবে অনুভব করার সুযোগ কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রেমের গল্প বলা বা অনুভব করাই হয়ে উঠেছে এক ধরনের বিলাসিতা। এই বিলাসিতাকেই শিল্পী তাঁর কাজের মাধ্যমে পুনরুদ্ধার করার চেষ্টা করেছেন।
‘একটি সাদামাটা প্রেমের গল্প’ তাই প্রেমের কোনো মহান উপাখ্যান নয়, বরং দৈনন্দিন জীবনের ভেতর লুকিয়ে থাকা সরল, নীরব এবং মানবিক অনুভবের এক শিল্পভাষ্য।
১০ জানুয়ারি থেকে শুরু হয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর স্থান—দাগী আর্ট গ্যারেজ, ৯৫/৫ হাজারীবাগ (পুরান থানা মোড়), ঢাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

