আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ বন্ধু দিবসে ‘দীপু নাম্বার টু’

বিনোদন ডেস্ক

আজ বন্ধু দিবসে ‘দীপু নাম্বার টু’

আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস। এবারে দিনটি পড়েছে ৩ আগস্ট! আর এদিন চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন কালজয়ী চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’।

আজ রবিবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে সিনেমাটি। মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম।

বিজ্ঞাপন

নাম ভূমিকায় অভিনয় করেছেন অরুণ সাহা। এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-বুলবুল আহমেদ, ববিতা, আবুল খায়ের, গোলাম মুস্তাফা, শুভাশীষ এবং আরও অনেকে। সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক সত্য সাহা।

সিনেমার গল্পে দেখা যায়, দীপুর বাবা সরকারি চাকরি করেন। বদলির কারণে প্রতিবছর দীপুকে বদলাতে হয় স্কুল, পরিচিত পরিবেশ, বন্ধুবান্ধব ইত্যাদি। সংসারে দুজন ব্যক্তি। বাবা ও দীপু। দীপু জানে ওর মা নেই। রাঙামাটি জিলা স্কুলের ক্লাস এইটের ছাত্র দীপু। এই স্কুল, শহরটা খুবই ভালো লাগে ওর। তারিক ছাড়া প্রায় সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তার। তবে ঘটনাপ্রবাহে তারিক হয়ে ওঠে দীপুর ঘনিষ্ঠতম বন্ধু। বুদ্ধি আর সাহস খাটিয়ে তারিকের নেতৃত্বে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মূর্তি পাচারকারী চক্রকে ধরিয়ে দেয়।

মূর্তি পাচারকারীদের ধরিয়ে দেওয়ার পরপরই আসে দীপুর বাবার বদলির চিঠি। দীপুর বাবা আবার বদলি হয়ে যান অন্য শহরে। বন্ধুদের স্মৃতি, কিছু চমৎকার সময় আর অভিজ্ঞতাকে পেছনে ফেলে দীপু চলে যায় অন্য শহরে। বন্ধুদের কাছে থেকে বিদায় নিতে কষ্ট হবে তাই না বলেই চলে যায় দীপু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন