নাটকে যত গান গেয়েছি সবই নিজের যোগ্যতায়: হৈমন্তী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৮
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০৭

প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিত। আধুনিক গানে তিনি একজন নন্দিত শিল্পী হিসেবে শ্রোতা দর্শকের কাছে সমাদৃত। এছাড়াও সাম্প্রতিক সময়ে গল্পের প্রয়োজনে নাটকে যেসব গান ব্যবহৃত হয়, সেসব গান গেয়েও শ্রোতা দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

এরই মধ্যে গেলো ১৮ সেপ্টেম্বর অনুপম মিউজিক-এ প্রকাশিত হয়েছে হৈমন্তীর কণ্ঠে শ্রুতিমধুর নতুন মৌলিক মেলোডিয়াস গান। গানের শিরোনাম হচ্ছে ‘প্রেম আমার’। গানটি লিখেছেন, সুর ও সঙ্গীত করেছেন এবং হৈমন্তীর সঙ্গে গেয়েছেনও আভরাল সাহির। গানটির মিউজিক নির্মাণ করেছেন সৈকত রেজা। মিউজিক ভিডিওতে হৈমন্তী, আভরাল ও প্রিয়ন্তী উর্বী মডেল হিসেবে অভিনয় করেছেন। গানটি এরইমধ্যে শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

শ্রোতা দর্শকের চাহিদার কথা বিবেচনা করে গানটির চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটির জন্য হৈমন্তী অভ‚তপূর্ব সাড়া পাচ্ছেন বলেও জানালেন। হৈমন্তী বলেন, ‘গানের ভুবনে আমার দীর্ঘদিনের পথ চলা। একটু একটু করেই এখানে নিজেকে একজন জাত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমার যত গান শ্রোতা র্দশকের মধ্যে ভালোলাগার সৃষ্টি করেছে তা প্রযোজক, গীতিকার, সুরকারদের আমার কণ্ঠের প্রতি আস্থার কারণেই হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্লে-ব্যাকে, আধুনিকে, নাটকে যত গান গেয়েছি সবই নিজের কণ্ঠের কারণে নিজের যোগ্যতায় গাইতে পেরেছি। এটাই আসলে আমার একান্ত ভালোলাগা। কিছু কিছু গানের জন্য বিভিন্ন সংগঠন কর্তৃক স্বীকৃতিও পেয়েছি। শ্রোতা দর্শকের ভালোবাসার কারণেই ভালো ভালো গান গাইবার অনুপ্রেরণা পাই। প্রেম আমার-এর জন্য সত্যিই অনেক সাড়া পাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার ভাই ও আভরাল সাহিরের প্রতি। আগামীতে আরো ভালো ভালো গান উপহার দেবার ধারাবাহিকতায় আছি আমি।’

হৈমন্তী জানান, শিগগিরই প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও আকাশ সেন-এর সুর সঙ্গীতে ‘পাখি’ নামের একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। এই ‘পাখি’ গানটি নিয়েও ভীষণ প্রত্যাশা হৈমন্তীর। গানে হৈমন্তীর হাতেখড়ি বাণী কুমার চৌধুরীর কাছে। এরপর বাসুদেব’সহ আরো অনেকের কাছে গানে তালিম নিয়েছেন তিনি। ১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবাম প্রকাশের মধ্যদিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত