আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুক্তি পেল তিন সিনেমা

বিনোদন রিপোর্টার
মুক্তি পেল তিন সিনেমা

চলতি সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি ভিন্ন গল্পের সিনেমা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তিনটি সিনেমা- ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘সাবা’ ও ‘উদীয়মান সূর্য’ সিনেমাগুলো। মা ও মেয়ের গল্পে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘সাবা’ দেখা যাচ্ছে দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে। রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে তৈরি সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ২৭টি এবং মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘উদীয়মান সূর্য’ সাতটি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এই সিনেমাা ঢাকা ও ঢাকার বাইরে ২৭টি সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। সুদীপ্ত সাঈদ খানের চিত্রনাট্যে সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়ার। দৃশ্যধারণের পাঁচ বছর পর আলোর মুখ দেখল সিনেমাটি। ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে হয়েছিল শুটিং। সিনেমায় আরো অভিনয় করেছেন আলী রাজ, মারুফ আকিব, রেবেকা ও কমেডি অভিনেতা চিকন আলীসহ কয়েকজন।

মধ্যবিত্ত পরিবারের মা ও মেয়ের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সাবা’ সিনেমা। মাকসুদ হোসাইনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, মিরপুর, এসকেএস শাখা, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, বগুড়ার মম ইন থিয়েটার দেখা যাচ্ছে সিনেমাটি। নব্বই মিনিট দৈর্ঘ্যের সিনেমার চিত্রনাট্য করেছেন নির্মাতা মাকসুদ হোসাইন ও তার স্ত্রী ত্রিলোরা খান। সিনেমায় দেখা যায়, সাবার বাবা নেই, মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইল চেয়ারে ‘বন্দি’ মায়ের একমাত্র ভরসা মেয়ে সাবা। সংসারের বোঝা ও মায়ের সেবার দায়িত্বে ব্যস্ত থেকে নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি সে। অর্থকষ্টে জর্জরিত সাবা চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করে তুলতে। কিন্তু হঠাৎ শিরিনের হার্ট অ্যাটাক হলে চিকিৎসক জরুরি অপারেশনের কথা জানান। তখন দিশাহারা সাবার জীবনে নেমে আসে নতুন সংকট। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সিনেমাটি বেশ কিছু চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবা’র যাত্রা টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছে। চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

বিজ্ঞাপন

এসএম শফিউল আযম পরিচালিত সিনেমা ‘উদীয়মান সূর্য’ দেখা যাচ্ছে ঢাকা ও ঢাকার বাইরে সাত প্রেক্ষাগৃহে। সিনেমায় অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজীসহ অনেকে। সিনেমার গল্পে দেখা যাবে, মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেওয়া এক অমলিন প্রেমের গল্প। সিনেমায় শুধু প্রেম নয়, আছে ত্যাগ, সংগ্রাম ও দেশের প্রতি ভালোবাসার কাহিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

এলাকার খবর
খুঁজুন