সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, দোয়া চাইলেন ছেলে

আফসান খানম আশা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০১

দুদিন আগেই লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। আজ শনিবার ছেলে ইমাম নিমেরি উপল জানালেন, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর মতে তার মায়ের অবস্থা ‘ক্রিটিক্যাল’।

ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা জানিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী আমার দেশকে বলেন, ‘ফরিদা পারভীনের কিডনি, ব্রেইন কাজ করছে না। ফুসফুসে সমস্যা আছে। হার্টে অনিয়মিত হৃৎস্পন্দন আছে। রক্তের সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে গেছে। হিমোগ্লোবিনের ও প্লাটিলেটের মাত্রা অনেক কম। রক্তচাপ কম থাকার কারণে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না। উনি বর্তমানে মাল্টি-অর্গান ফেইলিওরের রোগী।’

বিজ্ঞাপন

ফরিদা পারভীনের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসক আশীষ কুমার বলেন, ‘ফরিদা পারভীনের সার্বক্ষণিক চিকিৎসার জন্য ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড করা হয়েছে। আজ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। এরপর বলা যাবে অবস্থা কোন দিকে যাচ্ছে।’

বর্তমান শারীরিক অবস্থায় ফরিদা পারভীনকে বিদেশে ‘নেওয়া সম্ভব নয়’ বলেও জানিয়েছেন এই চিকিৎসক। তিনি বলেন, ‘ফরিদা পারভীনের শারীরিক যে অবস্থা উনাকে দেশের বাইরে নেওয়াও সম্ভব হবে না। সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হলেও যে ফিটনেস দরকার সেটা উনার নেই।’

ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম নিমেরী উপল আমার দেশকে বলেন, ‘মেডিক্যাল বোর্ড বসেছিল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী মা এখন লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসক জানিয়েছেন, পরিস্থিতি সংকটাপন্ন। আমরা দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইছি।’

গত ২ সেপ্টেম্বর থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এই শিল্পী। ৭১ বছর বয়সী ফরিদা পারভীনের অসুস্থতা বেশ কিছুদিনের। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় নিরন্তর ভুগছেন তিনি। কিডনি ডায়ালাইসিস চলছে সপ্তাহে দুদিন করে। তবে মাঝেমধ্যে অবস্থার অবনতি হয় তার। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। প্রথমবার ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ১৩ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন তিনি। এরপর ৫ জুলাই তাকে হাসাপাতালের আইসিইউতে নেওয়া হয়। টানা দুই সপ্তাহ তখন হাসপাতালে ছিলেন। চিকিৎসকের বেঁধে দেওয়া নিয়মের বেড়াজালেই দিন কাটছিল তার। এর মধ্যে গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিস করতে গিয়ে গুরুতর অসুস্থ হলে ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছেন এই শিল্পী। এবারের অবস্থা যে আগের তুলনায় জটিল, তা সেদিনই জানিয়েছিলেন চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। এর মধ্যে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তার বড় ছেলে ইমাম নিমেরী বলেছিলেন, পরিবারের পক্ষ থেকে তার মায়ের চিকিৎসার সব খরচ বহন করা ‘সম্ভব হচ্ছে না’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত