মুহাম্মাদ আসাদুল্লাহ
সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ তার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি শুটিংয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী। পায়ে ব্যান্ডেজ নিয়েই করছেন শুটিং। সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন আমার দেশ-এর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মাদ আসাদুল্লাহ
কেমন আছেন?
ভালো নেই। ব্যথা নিয়ে (ব্যান্ডেজ লাগিয়ে) শুটিং করছি।
দুর্ঘটনাটা কীভাবে ঘটল?
শুটিং করছিলাম। দৌড়ের দৃশ্য ছিল। মজা করে দৌড়াচ্ছিলাম। সেটে লাইটের স্ট্যান্ড বা পাইপ ছিল, খেয়াল করিনি। ওটাতে লেগে পড়ে যাই। এত জোরে পড়েছিলাম, হাঁটুর মাংস থেঁতলে গেছে।
হাড়ের ক্ষতি তো হয়নি?
আমি ডাক্তার দেখানোর সময় পাইনি। রাতে ব্যথা পেয়েছি, আবার সকালে শুটিংয়ে আসছি। আপাতত ব্যান্ডেজ লাগিয়ে শুটিং করছি।
অসুস্থতা নিয়েও শুটিং করছেন?
তিন দিনের শিডিউল দেওয়া। আমি শুটিং না করলে পুরো ইউনিট ফেঁসে যাবে।
যে কাজ করতে গিয়ে আহত হলেন, কাজটা নিয়ে যদি বলতেন?
সাত দিনের প্রেম নামের একটা নাটকে কাজ করছি। এর নির্মাতা রাইসুল তমাল।
দাগি সিনেমায় আপনাকে বাকশক্তিহীন নারীর চরিত্রে দেখা গেছে। অভিজ্ঞতা কেমন ছিল?
দাগির অভিজ্ঞতা অনেক ভালো ছিল। প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে কাজ করতে ভালো লাগে। সিনেমায় যেহেতু অনেক বড় আয়োজন থাকে, সিনেমায় চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যায়। শিহাব শাহীন ও আফরান নিশো ভাইয়ের সঙ্গে এটাই ছিল প্রথম কাজ। ফলে দারুণ অভিজ্ঞতা ছিল। সিনেমাটা মুক্তির পর দর্শকদের রেসপন্স ভালো পেয়েছি। সব মিলিয়ে দারুণ।
সিনেমা না নাটক, কোথায় ফোকাস বেশি দিচ্ছেন?
কাজে ফোকাস বেশি দিচ্ছি।
আগামীতে কী কী কাজ আসবে?
নাটক, সিনেমা সবই আসবে। আসলে দর্শক এমনিতেই জানতে পারবে। যখন আসবে তখন জানাব।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাসরত বাচ্চাদের ওপর বিমান আছড়ে পড়ল। এ ঘটনা নিয়ে যদি কিছু বলতেন?
এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা ঘটনা। এত বড় দুর্ঘটনা দেখার পর তা নিয়ে বলার শক্তি আমার নেই। মানসিকভাবে আমরা কেউ ঠিক নেই। শিশুদের বাবা-মায়েদের কী যে কষ্ট হচ্ছে, আমি সেটা চিন্তাও করতে পারিনি। আমাদের দেশে এমন ঘটনা আর না ঘটুক।
সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ তার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি শুটিংয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী। পায়ে ব্যান্ডেজ নিয়েই করছেন শুটিং। সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন আমার দেশ-এর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মাদ আসাদুল্লাহ
কেমন আছেন?
ভালো নেই। ব্যথা নিয়ে (ব্যান্ডেজ লাগিয়ে) শুটিং করছি।
দুর্ঘটনাটা কীভাবে ঘটল?
শুটিং করছিলাম। দৌড়ের দৃশ্য ছিল। মজা করে দৌড়াচ্ছিলাম। সেটে লাইটের স্ট্যান্ড বা পাইপ ছিল, খেয়াল করিনি। ওটাতে লেগে পড়ে যাই। এত জোরে পড়েছিলাম, হাঁটুর মাংস থেঁতলে গেছে।
হাড়ের ক্ষতি তো হয়নি?
আমি ডাক্তার দেখানোর সময় পাইনি। রাতে ব্যথা পেয়েছি, আবার সকালে শুটিংয়ে আসছি। আপাতত ব্যান্ডেজ লাগিয়ে শুটিং করছি।
অসুস্থতা নিয়েও শুটিং করছেন?
তিন দিনের শিডিউল দেওয়া। আমি শুটিং না করলে পুরো ইউনিট ফেঁসে যাবে।
যে কাজ করতে গিয়ে আহত হলেন, কাজটা নিয়ে যদি বলতেন?
সাত দিনের প্রেম নামের একটা নাটকে কাজ করছি। এর নির্মাতা রাইসুল তমাল।
দাগি সিনেমায় আপনাকে বাকশক্তিহীন নারীর চরিত্রে দেখা গেছে। অভিজ্ঞতা কেমন ছিল?
দাগির অভিজ্ঞতা অনেক ভালো ছিল। প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে কাজ করতে ভালো লাগে। সিনেমায় যেহেতু অনেক বড় আয়োজন থাকে, সিনেমায় চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া যায়। শিহাব শাহীন ও আফরান নিশো ভাইয়ের সঙ্গে এটাই ছিল প্রথম কাজ। ফলে দারুণ অভিজ্ঞতা ছিল। সিনেমাটা মুক্তির পর দর্শকদের রেসপন্স ভালো পেয়েছি। সব মিলিয়ে দারুণ।
সিনেমা না নাটক, কোথায় ফোকাস বেশি দিচ্ছেন?
কাজে ফোকাস বেশি দিচ্ছি।
আগামীতে কী কী কাজ আসবে?
নাটক, সিনেমা সবই আসবে। আসলে দর্শক এমনিতেই জানতে পারবে। যখন আসবে তখন জানাব।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাসরত বাচ্চাদের ওপর বিমান আছড়ে পড়ল। এ ঘটনা নিয়ে যদি কিছু বলতেন?
এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা ঘটনা। এত বড় দুর্ঘটনা দেখার পর তা নিয়ে বলার শক্তি আমার নেই। মানসিকভাবে আমরা কেউ ঠিক নেই। শিশুদের বাবা-মায়েদের কী যে কষ্ট হচ্ছে, আমি সেটা চিন্তাও করতে পারিনি। আমাদের দেশে এমন ঘটনা আর না ঘটুক।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২১ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে