বিনোদন রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে টিএসসিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ উৎসবের পর্দা নামবে আগামীকাল মঙ্গলবার।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ২০০৭ সাল থেকে প্রতিবছর উৎসবটি আয়োজন করে আসছে। উৎসবের ১৬তম আসরে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবারের আসরে প্রতিপাদ্য বিষয় বাঙালি সংস্কৃতির একটি অতি সাধারণ কিন্তু অবিচ্ছেদ্য উপাদান ‘তালপাখা’। বাংলার এই ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে তালপাখার আদলে সাজানো হয়েছে উৎসব প্রাঙ্গণ টিএসসি।
রোববার বিকাল সাড়ে ৪টায় টিএসসি অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রোকনুজ্জামান তোহা। এতে দেশের প্রখ্যাত নির্মাতা, চলচ্চিত্র সংসদ আন্দোলনকর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সদস্য ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন। উৎসবের প্রথম দিন সাধারণ চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রদর্শিত হয় নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো।
উৎসবের দ্বিতীয় দিনে চারটি পর্বে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। এছাড়া বেলা সাড়ে ৩টায় ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম এবং প্রযোজক ও সম্পাদক বায়েজিদ খান এই পর্বে উপস্থিত ছিলেন। এবারের আসরে ৭০টিরও বেশি দেশ থেকে প্রায় ১ হাজার ৪৩৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে।
অনুষ্ঠানের উৎসবের সহযোগী হিসেবে রয়েছে ঢাকার রয়েল নরওয়েজিয়ান দূতাবাস এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশ। অনুষ্ঠানের প্রদর্শনী সহযোগী হিসেবে রয়েছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। উৎসবটির সবগুলো প্রদর্শনী সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে টিএসসিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ উৎসবের পর্দা নামবে আগামীকাল মঙ্গলবার।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ২০০৭ সাল থেকে প্রতিবছর উৎসবটি আয়োজন করে আসছে। উৎসবের ১৬তম আসরে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবারের আসরে প্রতিপাদ্য বিষয় বাঙালি সংস্কৃতির একটি অতি সাধারণ কিন্তু অবিচ্ছেদ্য উপাদান ‘তালপাখা’। বাংলার এই ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে তালপাখার আদলে সাজানো হয়েছে উৎসব প্রাঙ্গণ টিএসসি।
রোববার বিকাল সাড়ে ৪টায় টিএসসি অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রোকনুজ্জামান তোহা। এতে দেশের প্রখ্যাত নির্মাতা, চলচ্চিত্র সংসদ আন্দোলনকর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সদস্য ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন। উৎসবের প্রথম দিন সাধারণ চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রদর্শিত হয় নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো।
উৎসবের দ্বিতীয় দিনে চারটি পর্বে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। এছাড়া বেলা সাড়ে ৩টায় ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম এবং প্রযোজক ও সম্পাদক বায়েজিদ খান এই পর্বে উপস্থিত ছিলেন। এবারের আসরে ৭০টিরও বেশি দেশ থেকে প্রায় ১ হাজার ৪৩৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে।
অনুষ্ঠানের উৎসবের সহযোগী হিসেবে রয়েছে ঢাকার রয়েল নরওয়েজিয়ান দূতাবাস এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশ। অনুষ্ঠানের প্রদর্শনী সহযোগী হিসেবে রয়েছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। উৎসবটির সবগুলো প্রদর্শনী সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
১৫ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১ দিন আগে