ভবিষ্যৎ প্রেমিকের জন্য কোন শর্ত বেঁধে দিলেন অনন্যা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১২: ১৯

বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্গি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। রুপালি পর্দায় অভিষেকের পর থেকেই সিনেমাপ্রেমীদের নজরে পড়েন তিনি। গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার সম্পর্ক ভেঙে যায়। সে সম্পর্ক নিয়ে বলিপাড়ায় বেশ আলোচনা-সমালোচনা হয়। এরপর অনন্যা মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু তিনি ভবিষ্যৎ প্রেমিকের জন্য শর্ত বেঁধে দিয়েছেন।

বিজ্ঞাপন

অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এটি প্রথম নয়; ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। সেবারও তার মন ভেঙে যায়। তাই এবার আর কারো মন জুগিয়ে চলবেন না তিনি। আপসহীন সম্পর্ক রাখতে চান। ভবিষ্যৎ প্রেমিকের জন্য কোন শর্ত বেঁধে দিলেন অভিনেত্রী?

গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে প্রেমিকের ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন। তারা যেমনটি চেয়েছেন, তেমনটিই করেছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন, তাতেই হ্যাঁ বলেছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই ধরে রাখতে পারেননি।

অনন্যা পান্ডে বলেন, সবাকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না, তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটি মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়। কিন্তু এবার আর তেমনটা করবেন না অনন্যা।

তিনি বলেন, আর আপস করবেন না। বরং তিনি যেমন, তার প্রেমিককে সেভাবেই গ্রহণ করতে হবে। লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ। যেসব পুরুষ তার প্রেমিকার জন্য গর্ববোধ করতে পারে না, সে কখনই যোগ্য সঙ্গী হতে পারে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত