কমার্শিয়াল নয়, অনুদানের সিনেমায় আগ্রহ শিউলী শিলার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৫: ৫৬

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ’র নির্দেশনায় সরকারী অনুদানে নির্মিত ‘অনিশ্চিত যাত্রা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শিউলী শিলা। তবে এরপর আরো সিনেমাতে অভিনয় করলেও সরকারী অনুদানের সিনেমায় আর অভিনয়ের সুযোগ হয়ে উঠেনি তার। কারণ সিনেমার চেয়ে নাটকেই তিনি বেশি কাজ করেছেন।

বিজ্ঞাপন

পাশাপাশি মিউজিক ভিডিওতেও তিনি মডেল হিসেবে কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছেন। একজন শিল্পী হিসেবে শিউলী শিলা নাটকে ও সিনেমায় অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন।

তবে ভালো গল্পের সিনেমাতে শিলার কাজ করার সুযোগ হয়েছে খুব কম। আর সরকারী অনুদানের সিনেমাতে সেই সুযোগ এসেছে মাত্র একবার। বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গেও একটি সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছিলো প্রয়াত এমবি মানকি পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায়।

শিলার ভাষ্য এমন যে এমবি মানিক বেঁচে থাকলে হয়তো আরো সিনেমায় কাজ করার সুযোগ হতো। ঠিক তেমনি সুযোগ হতো ‘নয়নের আলো’খ্যাত চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ বেঁচে থাকলেও।

গত ২০ জুন ছিলো শিউলী শিলার জন্মদিন। দিনটি তিনি তার স্বামী জুয়েল, তার ভাই-ভাবী ও চলচ্চিত্রাভিনেত্রী মুক্তি’সহ আরো বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে উদযাপন করনে।

এছাড়াও শিউলি শিলা অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য। কথা প্রসঙ্গে শিউলী শিলা বলেন, ‘আমি অতি সাধারণ একজন শিল্পী। কিন্তু তারপরও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে আমি শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি, যে সাপোর্ট পেয়েছি তাতে সত্যিই আমি বিস্মিত, মুগ্ধ। সবার সহযোগিতায়, ভোটে আমি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরেছি। বলা যায় এটা আমার শিল্পী জীবনের অনেক বড় অর্জন। আমি চেষ্টা করছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে।'

চলচ্চিত্রে অভিনয় প্রসংগে তিনি বলেন, 'এই মুহুর্তে এসে খুউব ইচ্ছে আমার সরকারী অনুদানের সিনেমায় কাজ করার। কারণ আমি দেখেছি যে সরকারী অনুদানে যে সিনেমাগুলো নির্মিত হয়। গল্পগুলোও হয় জীবন ঘনিষ্ঠ গল্প। যে কারণে এই সিনেমাগুলোর প্রতি দর্শকের আলাদা ভালোলাগা বা আগ্রহ থাকে। আবার দেখা যায় সরকারী অনুদানের সিনেমাতে অভিনয় করেও অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পায়। আমি হয়তো এতো বড় অভিনেত্রী নই। কিন্তু স্বপ্ন দেখাটাতো আর দোষের নয়। তাই আমারও স্বপ্ন একটি ভালো গল্পের সরকারী অনুদানের সিনেমায় একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার।'

পরিচালদের প্রতি আহবান জানিয়ে শিলা বলেন, 'পরিচালকদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যদি কেউ আমার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসেন তার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি।'

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত