নাট্যপ্রেমীদের জন্য নাট্যসংগঠন ‘আবহমান’ ও ‘স্বপ্নদল’ যৌথভাবে আয়োজন করছে তিন দিনব্যাপী নাট্য উৎসব। আজ ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।
আজ প্রথম দিন সন্ধ্যা ৭টায় নাট্যসংগঠন আবহমান মঞ্চস্থ করবে ‘সুন্দরী’। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি। ‘সুন্দরী’ নির্মিত হয়েছে মানুষ ও প্রকৃতির নিবিড় সম্পর্ককে কেন্দ্র করে।
দ্বিতীয় দিন, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় আবহমান মঞ্চস্থ করবে ‘চণ্ডীদাস’। শাহিন রিজভির নির্দেশনায় ‘চণ্ডীদাস’-এ উপস্থাপিত হয়েছে মধ্যযুগের কবি চণ্ডীদাসের মানসংগঠন ও তৎকালীন সমাজব্যবস্থা।
শেষদিন ১৮ সেপ্টেম্বর স্বপ্নদল পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। জাহিদ রিপনের নির্দেশনায় প্রযোজনাটির ১২০তম মঞ্চায়ন হবে এটি। দেশ-বিদেশে প্রশংসিত এ নাটকে মহাভারতের কাহিনি অবলম্বনে নারী-পুরুষ সম্পর্কের জটিলতা ও পারস্পরিক সম্মানবোধের বার্তা ফুটে উঠবে।

