‘দেলুপি’ ৭ নভেম্বর আসছে খুলনায়, ১৪ নভেম্বর সারাদেশে

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২০: ১৮

অবশেষে জানা গেল ‘দেলুপি’ সিনেমার মুক্তির তারিখ। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি আগামী ৭ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে খুলনায়। আর এর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

আজ মঙ্গলবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া থেকে বেলা ১১টায় একটি পোস্ট করা হয়। সেখানেই মূলত সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেয়া হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘নভেম্বরের ৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে, সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহে। টিকিট কাটো, ফুর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’

বিজ্ঞাপন

সিনেমাটা খুলনায় কেন আগে মুক্তি দেয়া হচ্ছে তার কারণ জানিয়ে পরিচালক তাওকীর ইসলাম বলেন, ‘আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা সেইখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। আর খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা দর্শকের সুবিধার্থে বেশ কিছু ইউনিয়ন ও গ্রামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থাও করবো। এখন অপেক্ষা সিনেমাটা দর্শকের কাছে পৌঁছানোর।’

এরই মধ্যে সিনেমার দুটি টিজার ও একটি গান দর্শক বেশ পছন্দ করেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমার ট্রেইলার।

সিনেমার নাম ‘দেলুপি’ এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত