আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শোবিজে নাম লিখালেন তাহসান, মিথিলার মেয়ে আইরা

বিনোদন রিপোর্টার

শোবিজে নাম লিখালেন তাহসান, মিথিলার মেয়ে আইরা

সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার সন্তান আইরা অভিনীত প্রথম বিজ্ঞাপনচিত্র। যেখানে পর্দায় তার সঙ্গে রয়েছেন মা মিথিলাও। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান।

বিজ্ঞাপনচিত্রটিতে আইরার যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা-মেয়ে যেহেতু বন্ধুর মতো, তাদের কনসেপ্টটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। পরে ভেবে-চিন্তে রাজি হই।‘

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘মেয়ের প্রথম অভিনয় নিয়ে মিথিলার ভাষ্য, যদিও এটা বিজ্ঞাপনচিত্র, তবু এখানে অভিনয়টা রয়েছে। সে অর্থে আইরার প্রথম অভিনয় এবং আমার সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো। গল্পটা শোনার পরই ও রাজি হয়েছিল। এরপর অডিশন নেওয়া হয়, সেখানে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল। নির্মাতাকে ধন্যবাদ, তিনি সামলে নিয়েছিলেন।‘

মিথিলা আরও জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে শুটিং করেছিলেন। মা-মেয়ের জন্য দিনটি অন্যসব দিনের মতোই ছিল। তবে পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভোর থেকে রাত পর্যন্ত শুটিং করতে আইরার বেশ কষ্ট হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন