একসঙ্গে তাঁরা বেশকিছু নাটকে জুটি বাঁধলেও, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘ইভা’ ও ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছে ছোটপর্দার জনপ্রিয় জুটি পারসা ইভানা ও জিয়াউল হক পলাশ।
সম্প্রতি সামাজিকমাধ্যমে এই জুটিকে আবারও দেখা গেল নতুন রূপে। যেখানে তাঁদের পরনে রাজকীয় পরিবারের সাজসজ্জা। প্রথম দেখায় মনে হয় যেন সম্রাট-সম্রাজ্ঞী।
রোববার (৩০ নভেম্বর) সামাজিকমাধ্যমে পারসা ইভানার শেয়ার করা সেই রাজকীয় ছবির মন্তব্য ঘরে ভক্তরাও বেশ কৌতূহল নিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা তুমি।’ আবার কেউ লিখেছেন, ‘দেখো বৃন্দাবনে মায়াবিনী।’
খোঁজ নিয়ে জানা যায়, নাটক বা ওয়েব ফিল্ম নয়, শিগগিরই পলাশ-ইভানাকে দেখা যাবে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে। সামাজিকমাধ্যমে তারই লুক প্রকাশ করেছেন তাঁরা।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়। ঐতিহাসিক আম্রপালির গল্পকে ভিত্তি করে এটি নির্মাণ করেছেন রাকেশ বসু। যেখানে প্রেম, রাজনীতি ও রাজসভাকেন্দ্রিক সেই সময়কে ফুটিয়ে তুলেছেন তিনি।
বিজ্ঞাপনটি নিয়ে পলাশ বলেন, ‘থিম-নির্ভর বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। কনসেপ্টও দারুণ, যত্ন করে বিজ্ঞাপনটি বানিয়েছেন নির্মাতা। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা বেশ ভালো।’
পারসা ইভানা বলেন, ‘এই বিজ্ঞাপন আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় আমেজে শুটিং করেছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা রাকেশ বসু জানান, চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহেই বিজ্ঞাপনটি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারে আসছে।
প্রসঙ্গত, সবশেষ পলাশ ও ইভানাকে দেখা গেছে প্রেমের গল্পে নির্মিত ‘শেষমেশ’ শিরোনামের একটি নাটকে।

