বিনোদন রিপোর্টার
বয়স পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া পাগলু নামের এক ব্যক্তির জীবনের গল্প নিয়ে পরিচালক সালমান রহমান খান একটি নাটক বানিয়েছেন। ‘পাগলু’ নামের সেই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির। দীর্ঘদিন পর এই জুটিকে পর্দায় আনছেন পরিচালক।
সম্প্রতি নাটকের শুটিং শেষ করে চলছে প্রি প্রোডাকশনের কাজ। পরিচালক সালমান বলেন, গল্পে দেখা যাবে পাগলু নামের এক ব্যক্তি যার বয়স বেশি কিন্তু নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন তিনি। বয়স লুকিয়ে রাখা, বয়সে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করাসহ নানা ধরনের কাণ্ড করে বসেন তিনি।
এলাকায় কারো বাড়িতে ঝগড়া হলে, কারো দোকানে মারামারি হলে সব ঝামেলা সমাধান করতে তাকে পাওয়া যায়। আগ বাড়িয়ে বিপদ কাঁধে নেওয়ার মতো মানুষ হলেন পাগলু। তিনি বলেন, ‘একবার লোকজনের ধাওয়া খেয়ে পাগলুর দেখা হয় পাশের গ্রামের স্কুল শিক্ষক মায়ার সঙ্গে। তাকে দেখেই মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়ার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন পাগলু। এভাবেই গল্পটি এগিয়ে যায়। যেখানে হাস্যরস আছে, আবার সামাজিক দিকটাও তুলে ধরা হয়েছে।’
নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা সালমান। তিনি বলেন, ‘দর্শক যে মোশাররফ করিমকে দেখতে পছন্দ করেন, এই নাটকে সেই চেনা মোশাররফকেই ফিরিয়ে এনেছি। সাফা কবিরও অনেক দিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করছেন, তাদের জুটি নিয়েও ভালো লাগার জায়গা আছে। আশা করছি দর্শকের নাটকটি ভালো লাগবে।’
অভিনেত্রী সাফা কবির বলেন, ‘গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’ সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজীসহ অনেকে। তবে কোন চ্যানেলে প্রচার হবে ‘পাগলু’, তা এখনো ঠিক হয়নি। পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে তা শিগগিরই চূড়ান্ত হবে।
বয়স পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া পাগলু নামের এক ব্যক্তির জীবনের গল্প নিয়ে পরিচালক সালমান রহমান খান একটি নাটক বানিয়েছেন। ‘পাগলু’ নামের সেই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির। দীর্ঘদিন পর এই জুটিকে পর্দায় আনছেন পরিচালক।
সম্প্রতি নাটকের শুটিং শেষ করে চলছে প্রি প্রোডাকশনের কাজ। পরিচালক সালমান বলেন, গল্পে দেখা যাবে পাগলু নামের এক ব্যক্তি যার বয়স বেশি কিন্তু নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন তিনি। বয়স লুকিয়ে রাখা, বয়সে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করাসহ নানা ধরনের কাণ্ড করে বসেন তিনি।
এলাকায় কারো বাড়িতে ঝগড়া হলে, কারো দোকানে মারামারি হলে সব ঝামেলা সমাধান করতে তাকে পাওয়া যায়। আগ বাড়িয়ে বিপদ কাঁধে নেওয়ার মতো মানুষ হলেন পাগলু। তিনি বলেন, ‘একবার লোকজনের ধাওয়া খেয়ে পাগলুর দেখা হয় পাশের গ্রামের স্কুল শিক্ষক মায়ার সঙ্গে। তাকে দেখেই মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়ার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন পাগলু। এভাবেই গল্পটি এগিয়ে যায়। যেখানে হাস্যরস আছে, আবার সামাজিক দিকটাও তুলে ধরা হয়েছে।’
নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা সালমান। তিনি বলেন, ‘দর্শক যে মোশাররফ করিমকে দেখতে পছন্দ করেন, এই নাটকে সেই চেনা মোশাররফকেই ফিরিয়ে এনেছি। সাফা কবিরও অনেক দিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করছেন, তাদের জুটি নিয়েও ভালো লাগার জায়গা আছে। আশা করছি দর্শকের নাটকটি ভালো লাগবে।’
অভিনেত্রী সাফা কবির বলেন, ‘গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’ সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজীসহ অনেকে। তবে কোন চ্যানেলে প্রচার হবে ‘পাগলু’, তা এখনো ঠিক হয়নি। পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে তা শিগগিরই চূড়ান্ত হবে।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১৪ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪৩ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে