বিনোদন রিপোর্টার
ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্যদিয়ে সিনেমাতে পেশাগতভাবে অমিত হাসানের পথচলা শুরু। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন হাসি। বিগত প্রায় তিনযুগেরও বেশি সময়ে একজন অভিনেতা হিসেবে পথচলার মধ্যদিয়ে তিনি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করলেও দর্শকের এই ভালোবাসার মাঝেই নিজের মধ্যে অমিত হাসানের এক দু:খ রয়েছে। রয়েছে ভীষণ অতৃপ্তি। সিনেমায় যারা অভিনয় করেন তারা অভিনয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে বিশেষভাবে মূল্যায়ন করেন। একজন অভিনেতা কিংবা খল অভিনেতা হিসেবে সেই মূল্যায়ন এখনো করা হয়ে উঠেনি অমিত হাসানকে।ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্যদিয়ে সিনেমাতে পেশাগতভাবে অমিত হাসানের পথচলা শুরু। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন হাসি। বিগত প্রায় তিনযুগেরও বেশি সময়ে একজন অভিনেতা হিসেবে পথচলার মধ্যদিয়ে তিনি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করলেও দর্শকের এই ভালোবাসার মাঝেই নিজের মধ্যে অমিত হাসানের এক দু:খ রয়েছে। রয়েছে ভীষণ অতৃপ্তি। সিনেমায় যারা অভিনয় করেন তারা অভিনয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে বিশেষভাবে মূল্যায়ন করেন। একজন অভিনেতা কিংবা খল অভিনেতা হিসেবে সেই মূল্যায়ন এখনো করা হয়ে উঠেনি অমিত হাসানকে।
অমিত হাসান বলেন, ‘অনেক দর্শকপ্রিয় সিনেমা রয়েছে যাতে আমি আমার মতে খুব ভালো অভিনয় করেছি। বিশেষভাবে উল্লেখ করার মতো যদি বলতে হয় তাহলে বিদ্রোহী প্রেমিক, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিনি সুতার মালা’ সিনেমার কথা বলা যায়। আবার খল অভিনেতা হিসেবে এইতো প্রেম, শাহেনশাহ’র কথাও বলা যায়। কিন্তু কোনভাবেই ভাগ্যে জুটলো না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই কোটি দর্শকের ভালোবাসার মাঝে যে সুখ আছে সেই সুখের মাঝেও প্রায়শই দু:খঁ নড়েচড়ে উঠে। কষ্ট হয়। এতোটা বছর ধরে চলচ্চিত্রে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি। কিন্তু জাতীয় স্বীকৃতি মিলেনি, এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার।’
এদিকে আজ অমিত হাসানের জন্মদিন। সুদূর আমেরিকাতে পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করা হবে বলে জানান অমিত হাসান। তিনি সবার দোয়া চান। অমিত হাসান বলেন, ‘আজকের যতোটুকু হয়েছি আমি তার পুরো কৃতিত্ব আমার মা মালিহা রহমানের। আম্মার উৎসাহ, অনুপ্রেরণাতেই আজকের অমিত আমি। আর দর্শকের ভালোবাসাতো রয়েছেই। কিছুদিন আগে মা দিবসে আমার মাকে মা পদকে ভূষিত করা হয়েছিলো, এটা ছিল আমার জন্য অনেক বড় সম্মানের। কারণ আমার সফলতার উপর বিবেচনা করেই এই সম্মাননা প্রদান করা হয়েছিলো।’
অমিত হাসান দুটি সিনেমা প্রযোজনা করেছেন। একটি ‘কে আপন কে পর’ এবং অন্যটি ‘বিনি সুতার মালা’। এরই মধ্যে অমিত হাসান অভিনীত সর্বশেষ সিনেমাগুলো হচ্ছে শাহীন সুমনের ‘বিদ্রোহী’, ‘শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’, মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’, আবুল খালাম আজাদের ‘ও মাই লাভ’ এবং রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’। এখন পর্যন্ত ১৫টিরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন অমিত হাসান। কায়সার আহমেদ’র নির্দেশনায় আফতাব বিন তমিজের রচনায় তিনি প্রথম প্রিয়দর্শিনী মৌসুমীর বিপরীতে ‘গ্রাম গঞ্জের মেয়ে’ নাটকে অভিনয় করেন। অমিত হাসান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন
ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্যদিয়ে সিনেমাতে পেশাগতভাবে অমিত হাসানের পথচলা শুরু। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন হাসি। বিগত প্রায় তিনযুগেরও বেশি সময়ে একজন অভিনেতা হিসেবে পথচলার মধ্যদিয়ে তিনি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করলেও দর্শকের এই ভালোবাসার মাঝেই নিজের মধ্যে অমিত হাসানের এক দু:খ রয়েছে। রয়েছে ভীষণ অতৃপ্তি। সিনেমায় যারা অভিনয় করেন তারা অভিনয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে বিশেষভাবে মূল্যায়ন করেন। একজন অভিনেতা কিংবা খল অভিনেতা হিসেবে সেই মূল্যায়ন এখনো করা হয়ে উঠেনি অমিত হাসানকে।ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্যদিয়ে সিনেমাতে পেশাগতভাবে অমিত হাসানের পথচলা শুরু। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন হাসি। বিগত প্রায় তিনযুগেরও বেশি সময়ে একজন অভিনেতা হিসেবে পথচলার মধ্যদিয়ে তিনি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করলেও দর্শকের এই ভালোবাসার মাঝেই নিজের মধ্যে অমিত হাসানের এক দু:খ রয়েছে। রয়েছে ভীষণ অতৃপ্তি। সিনেমায় যারা অভিনয় করেন তারা অভিনয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে বিশেষভাবে মূল্যায়ন করেন। একজন অভিনেতা কিংবা খল অভিনেতা হিসেবে সেই মূল্যায়ন এখনো করা হয়ে উঠেনি অমিত হাসানকে।
অমিত হাসান বলেন, ‘অনেক দর্শকপ্রিয় সিনেমা রয়েছে যাতে আমি আমার মতে খুব ভালো অভিনয় করেছি। বিশেষভাবে উল্লেখ করার মতো যদি বলতে হয় তাহলে বিদ্রোহী প্রেমিক, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিনি সুতার মালা’ সিনেমার কথা বলা যায়। আবার খল অভিনেতা হিসেবে এইতো প্রেম, শাহেনশাহ’র কথাও বলা যায়। কিন্তু কোনভাবেই ভাগ্যে জুটলো না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই কোটি দর্শকের ভালোবাসার মাঝে যে সুখ আছে সেই সুখের মাঝেও প্রায়শই দু:খঁ নড়েচড়ে উঠে। কষ্ট হয়। এতোটা বছর ধরে চলচ্চিত্রে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি। কিন্তু জাতীয় স্বীকৃতি মিলেনি, এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার।’
এদিকে আজ অমিত হাসানের জন্মদিন। সুদূর আমেরিকাতে পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করা হবে বলে জানান অমিত হাসান। তিনি সবার দোয়া চান। অমিত হাসান বলেন, ‘আজকের যতোটুকু হয়েছি আমি তার পুরো কৃতিত্ব আমার মা মালিহা রহমানের। আম্মার উৎসাহ, অনুপ্রেরণাতেই আজকের অমিত আমি। আর দর্শকের ভালোবাসাতো রয়েছেই। কিছুদিন আগে মা দিবসে আমার মাকে মা পদকে ভূষিত করা হয়েছিলো, এটা ছিল আমার জন্য অনেক বড় সম্মানের। কারণ আমার সফলতার উপর বিবেচনা করেই এই সম্মাননা প্রদান করা হয়েছিলো।’
অমিত হাসান দুটি সিনেমা প্রযোজনা করেছেন। একটি ‘কে আপন কে পর’ এবং অন্যটি ‘বিনি সুতার মালা’। এরই মধ্যে অমিত হাসান অভিনীত সর্বশেষ সিনেমাগুলো হচ্ছে শাহীন সুমনের ‘বিদ্রোহী’, ‘শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’, মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’, আবুল খালাম আজাদের ‘ও মাই লাভ’ এবং রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’। এখন পর্যন্ত ১৫টিরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন অমিত হাসান। কায়সার আহমেদ’র নির্দেশনায় আফতাব বিন তমিজের রচনায় তিনি প্রথম প্রিয়দর্শিনী মৌসুমীর বিপরীতে ‘গ্রাম গঞ্জের মেয়ে’ নাটকে অভিনয় করেন। অমিত হাসান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন
বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২২ মিনিট আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
২ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ ঘণ্টা আগে