২০ বছরের সংসার ভাঙল যে তারকা দম্পতির

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০০

প্রায় ২০ বছর সম্পর্কের বিচ্ছেদ ঘটলো হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবানের। ২০০৬ সালে বিয়ে করা এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। এই জনপ্রিয় তারকা জুটির দুটি কন্যা সন্তান রয়েছে যাদের একজনের বয়স ১৭, অন্যজনের ১৪।

প্রথমে টিএমজেড-এর প্রতিবেদনে বিচ্ছেদের খবর উঠে এলেও, পরে পিপল ম্যাগাজিন তা নিশ্চিত করে।

বিজ্ঞাপন

পিপল-এর এক বিশেষ সূত্র জানায়, বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান। নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।

নিকোল কিডম্যান এর আগে টম ক্রুজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত ছিলেন। সেই সম্পর্কের পর কিথ আরবানের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন ‘ভালোবাসা’ ও ‘আত্মিক আশ্রয়’—এমনটাই জানিয়েছিলেন বহু সাক্ষাৎকারে।

এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী বেবি’- যা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, সব ঠিকঠাকই চলছে। অবশেষে তাদের আলাদা থাকার বিষয়টি সামনে এলো।

দুই তারকাই এখন তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিকোল সম্প্রতি লন্ডনে প্রাক্টিকাল ‘মাজিক টু’ এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে, আরবান বর্তমানে ট্যুরে রয়েছেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত