কুমিল্লা প্রতিনিধি
বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে বলে মন্তব্য করেছেন বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। রোববার রাতে আসিফ আকবর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা বলেন।
আসিফ আকবর লেখেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে, তাদের এই দারিদ্র্য অতীতের মত দলকে ভোগাতেই থাকবে। সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যাবে। এখন থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান।
তিনি লেখেন, অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বানিজ্যের কারণে বিএনপিতে ধনাঢা ব্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব্যবসায়ীদের মাসলম্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী। বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়, যেমন পুলিশে দেখা যেত বেনজীর, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে- বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সঙ্কটে!
শিল্পী আসিফ আকবর আরও লেখেন, সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে-মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপিকে বের হতে হবে। শহীদ জিয়ার বিএনপি ছিল সাধারণ মানুষের পার্টি, এই দলকে প্রাইভেটক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। এজন্যই বারবার দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি।
পতিত ফ্যাসিস্টের সাথে মার্চ করা ব্যবসায়ীরা এখন পলাতকদের অ্যাকাউন্টেন্ট। অর্থ্যাৎ চোরের মাসতুতো ভাই এখন বিএনপি'র ব্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী।
যে বিএনপিকে ভালোবাসি সে বিএনপি ফিরে আসুক।
শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।
বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে বলে মন্তব্য করেছেন বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। রোববার রাতে আসিফ আকবর তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা বলেন।
আসিফ আকবর লেখেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে, তাদের এই দারিদ্র্য অতীতের মত দলকে ভোগাতেই থাকবে। সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যাবে। এখন থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান।
তিনি লেখেন, অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বানিজ্যের কারণে বিএনপিতে ধনাঢা ব্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব্যবসায়ীদের মাসলম্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী। বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়, যেমন পুলিশে দেখা যেত বেনজীর, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে- বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সঙ্কটে!
শিল্পী আসিফ আকবর আরও লেখেন, সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে-মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপিকে বের হতে হবে। শহীদ জিয়ার বিএনপি ছিল সাধারণ মানুষের পার্টি, এই দলকে প্রাইভেটক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। এজন্যই বারবার দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি।
পতিত ফ্যাসিস্টের সাথে মার্চ করা ব্যবসায়ীরা এখন পলাতকদের অ্যাকাউন্টেন্ট। অর্থ্যাৎ চোরের মাসতুতো ভাই এখন বিএনপি'র ব্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী।
যে বিএনপিকে ভালোবাসি সে বিএনপি ফিরে আসুক।
শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
২ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে