আমার দেশ অনলাইন
নব্বইয়ের দশকে গভীর সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার নার্গাজুনা আক্কিনেনি ও বলিউড অভিনেত্রী টাবু। ওই সময়ে প্রেমের টানে মুম্বাই ছেড়ে হায়দরাবাদ চলে যান তিনি। প্রায় ১০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন নাগা-টাবু। তাদের প্রেমের সময়ে নার্গাজুনা বিবাহিত ছিলেন।
টাবু চেয়েছিলেন নাগার্জুনার ঘর ভেঙে সেখানে ঢুকে পড়তে। এই প্রজেক্ট সাকসেস করতে ১০ বছর চেষ্টা চালিয়ে যান টাবু। একপর্যায়ে তিনি রণে ক্ষান্ত দেন। কারণ ততদিনে টাবু কিছুটা কাবু হয়ে বুঝতে পারেন, স্ত্রীর হাত থেকে নাগাকে নিজের করা আর সম্ভব হবে না। তাই ব্রেকআপ করে মুম্বাইয়ে ফিরে আসেন নায়িকা। সম্পর্ক ভেঙে চুরমার হলেও মন থেকে মুছতে পারেননি নাগাকে।
ঘটনাটি ১৯৯৮ সালের। ওই সময় মুক্তি পায় তার রোমান্টিক কমেডি সিনেমা ‘আভিড়া মা আভিড়ে’। এই সিনেমায় শুটিং করতে গিয়েই টাবুর সঙ্গে রসায়ন পোক্ত হয় নাগার্জুনার। একসময় পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সাজিদের প্রথম স্ত্রী অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর পর টাবুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ততদিনে টাবু মন দিয়ে দেন নাগাকে।
‘কফি উইথ করণ’-এ নাগাকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেছিলেন— এক জীবনে বহু প্রেমিক এসেছেন, আবার চলেও গেছেন। কিন্তু নাগা সত্যিই ব্যতিক্রম, খুব কাছের, স্পেশাল। ও আমার খুব ভালো বন্ধু।
এদিকে টাবুর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নাগার স্ত্রী অমলা। তবে টাবু মুম্বাইয়ে ফিরে আসার পর অমলা মুখ খুলেছিলেন। তিনি মন্তব্য করেন— টাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি খুব সুখী। স্বামীকে নিয়ে এ ধরনের গুঞ্জন একেবারেই সমর্থন করি না।
নব্বইয়ের দশকে গভীর সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার নার্গাজুনা আক্কিনেনি ও বলিউড অভিনেত্রী টাবু। ওই সময়ে প্রেমের টানে মুম্বাই ছেড়ে হায়দরাবাদ চলে যান তিনি। প্রায় ১০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন নাগা-টাবু। তাদের প্রেমের সময়ে নার্গাজুনা বিবাহিত ছিলেন।
টাবু চেয়েছিলেন নাগার্জুনার ঘর ভেঙে সেখানে ঢুকে পড়তে। এই প্রজেক্ট সাকসেস করতে ১০ বছর চেষ্টা চালিয়ে যান টাবু। একপর্যায়ে তিনি রণে ক্ষান্ত দেন। কারণ ততদিনে টাবু কিছুটা কাবু হয়ে বুঝতে পারেন, স্ত্রীর হাত থেকে নাগাকে নিজের করা আর সম্ভব হবে না। তাই ব্রেকআপ করে মুম্বাইয়ে ফিরে আসেন নায়িকা। সম্পর্ক ভেঙে চুরমার হলেও মন থেকে মুছতে পারেননি নাগাকে।
ঘটনাটি ১৯৯৮ সালের। ওই সময় মুক্তি পায় তার রোমান্টিক কমেডি সিনেমা ‘আভিড়া মা আভিড়ে’। এই সিনেমায় শুটিং করতে গিয়েই টাবুর সঙ্গে রসায়ন পোক্ত হয় নাগার্জুনার। একসময় পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সাজিদের প্রথম স্ত্রী অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যুর পর টাবুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ততদিনে টাবু মন দিয়ে দেন নাগাকে।
‘কফি উইথ করণ’-এ নাগাকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেছিলেন— এক জীবনে বহু প্রেমিক এসেছেন, আবার চলেও গেছেন। কিন্তু নাগা সত্যিই ব্যতিক্রম, খুব কাছের, স্পেশাল। ও আমার খুব ভালো বন্ধু।
এদিকে টাবুর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নাগার স্ত্রী অমলা। তবে টাবু মুম্বাইয়ে ফিরে আসার পর অমলা মুখ খুলেছিলেন। তিনি মন্তব্য করেন— টাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি খুব সুখী। স্বামীকে নিয়ে এ ধরনের গুঞ্জন একেবারেই সমর্থন করি না।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
১৪ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪৩ মিনিট আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
৩ ঘণ্টা আগে