বিনোদন রিপোর্টার
নতুন গল্প আর অভিনব উপস্থাপনায় একের পর এক চমকপ্রদ নাটক নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামা। সে ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প— নাটকের নাম ‘উইশ কার্ড’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।
গল্পে দেখা যাবে হৃদির (নীহা) বাবা একজন বন কর্মকর্তা। বদলি হয়ে নতুন এক এলাকায় এসে উঠেছেন তারা। নতুন কলেজে ভর্তি হয় হৃদি, আর সেখানেই তার দেখা হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি স্বভাবের। এ বৈপরীত্য থেকেই ধীরে ধীরে সাদ হৃদির প্রেমে পড়ে যায়। কিন্তু প্রেমের ইঙ্গিত পেলেও হৃদি সাড়া দেয় না। বরং সে সাদকে চ্যালেঞ্জ করে বসে তাকে পেতে হলে পূরণ করতে হবে অনেক ‘উইশ’। সাদ চ্যালেঞ্জ গ্রহণ করে। কিন্তু কী কী সেই উইশ? তা জানা যাবে নাটকটি মুক্তি পাওয়ার পর।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আর নীহা তো খুবই লক্ষ্মী মেয়ে। সেও খুব মনোযোগী শিল্পী। সত্যি বলতে, ইয়াশ-নীহাকে নিয়ে কাজ করে খুব ভালো লেগেছে আমার।’
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘নাটকটি হবে দারুণ এনার্জেটিক। সৌখিন ভাই প্রতিটি সিন এত নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন যে, দর্শক অবশ্যই মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস।’ অন্যদিকে অভিনেত্রী নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার সঙ্গে এটি আমার চতুর্থ নাটক। আশা করছি, এবারো দর্শক পছন্দ করবেন। কারণ নাটকটিতে ভালো লাগার মতো অনেক উপাদান আছে।’
নতুন গল্প আর অভিনব উপস্থাপনায় একের পর এক চমকপ্রদ নাটক নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামা। সে ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প— নাটকের নাম ‘উইশ কার্ড’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।
গল্পে দেখা যাবে হৃদির (নীহা) বাবা একজন বন কর্মকর্তা। বদলি হয়ে নতুন এক এলাকায় এসে উঠেছেন তারা। নতুন কলেজে ভর্তি হয় হৃদি, আর সেখানেই তার দেখা হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি স্বভাবের। এ বৈপরীত্য থেকেই ধীরে ধীরে সাদ হৃদির প্রেমে পড়ে যায়। কিন্তু প্রেমের ইঙ্গিত পেলেও হৃদি সাড়া দেয় না। বরং সে সাদকে চ্যালেঞ্জ করে বসে তাকে পেতে হলে পূরণ করতে হবে অনেক ‘উইশ’। সাদ চ্যালেঞ্জ গ্রহণ করে। কিন্তু কী কী সেই উইশ? তা জানা যাবে নাটকটি মুক্তি পাওয়ার পর।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘ইয়াশের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আর নীহা তো খুবই লক্ষ্মী মেয়ে। সেও খুব মনোযোগী শিল্পী। সত্যি বলতে, ইয়াশ-নীহাকে নিয়ে কাজ করে খুব ভালো লেগেছে আমার।’
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘নাটকটি হবে দারুণ এনার্জেটিক। সৌখিন ভাই প্রতিটি সিন এত নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন যে, দর্শক অবশ্যই মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস।’ অন্যদিকে অভিনেত্রী নাজনীন নীহা বলেন, ‘সৌখিন ভাইয়ার সঙ্গে এটি আমার চতুর্থ নাটক। আশা করছি, এবারো দর্শক পছন্দ করবেন। কারণ নাটকটিতে ভালো লাগার মতো অনেক উপাদান আছে।’
নতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
২ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
২ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১৮ ঘণ্টা আগেঅভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।
২০ ঘণ্টা আগে