আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘‌ও জান’-এর জন্যই নেপালের মাইনাস ৮ ডিগ্রিতে সুনেরাহ

বিনোদন রিপোর্টার

‘‌ও জান’-এর জন্যই নেপালের মাইনাস ৮ ডিগ্রিতে সুনেরাহ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এই অভিনেত্রী সম্প্রতি পাড়ি জমিয়েছিলেন নেপালে। শীতের কনকনে ঠান্ডা, মাইনাস তাপমাত্রা আর তুষারঢাকা পাহাড়ের মাঝেও ক্যামেরার সামনে দারুণ সাবলীলভাবে ধরা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি রোমান্টিক স্থিরচিত্র দেখে অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো কোনো ব্যক্তিগত ভ্রমণ। কিন্তু বাস্তবতা ভিন্ন। খোঁজ নিয়ে জানা যায়, ব্যক্তিগত সফর নয়; বরং শুটিংয়ের কাজেই নেপালের বিখ্যাত জমসম এলাকায় গিয়েছিলেন সুনেরাহ।

কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এ অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সেই জমসমেই মাইনাস ৮-১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শুটিং করা হয়েছে ‘ও জান’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্মের। এই মিউজিক্যাল ফিল্মে সুনেরাহর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল অভিনেতা ফররুখ আহমেদ রেহান।

বিজ্ঞাপন

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভরাল সাহির এবং কলকাতার লিংকন। সংগীতায়োজনও করেছেন আভরাল সাহির। নির্মাণে রয়েছেন তানিম রহমান অংশু।

নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে অভিজ্ঞতার কথা জানালেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, ‘হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরো অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা। তবে এ সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়। তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়; জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’

নতুন বছরকে ‘ও জান’ দিয়ে বরণ করে নেওয়ার পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তবে বছরের প্রথম মাস জানুয়ারির ৩০ তারিখ গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ মিউজিক্যাল ফিল্ম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...