আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সময় বাড়লো

বিনোদন রিপোর্টার

নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সময় বাড়লো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ কর্তৃক আয়োজিত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’-এর সময় দুইদিন বৃদ্ধি করা হয়েছে। আগামী বুধবার, ২৪ ডিসেম্বর, বিকাল ৫ ঘটিকায় জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং প্রদর্শনীর ক্যাটালগের মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রদর্শনী রিভিউ বিষয়ক আলোচনা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিল্পী মোহাম্মদ জাহিদুল হক। এছাড়াও আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শিল্পী রেজা আসাদ আল হুদা অনুপম এবং শিল্পী ও শিল্প সমালোচক মো. বজলুর রশিদ শাওন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

গত ১১ ডিসেম্বর উদ্বোধন করা হয় ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’। উদ্বোধনের পর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনী চলছে। এ বছর উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নবীন (বয়স ২১ থেকে ৩৫ বছর) ৬৮১জন শিল্পীর ১৩৯৩টি শিল্পকর্ম জমা পড়ে যেখান থেকে শিল্পকর্ম বাছাই কমিটি ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করেন। এই প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যম যেমন: চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম অন্তর্ভুক্ত রয়েছে। বাছাইকৃত ১৯১ জন শিল্পীকে পুরস্কারের আওতায় এনে মোট ১০টি শিল্পকর্মের জন্য পুরস্কার প্রদান করা হয়।

‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ হিসেবে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ও ১টি গোল্ড কোটেড মেডেল, ২য় পুরস্কার নগদ ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ৩য় পুরস্কার নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা এবং সম্মানসূচক পুরস্কার ৭টি প্রতিটির মূল্যমান ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা প্রদান করা হয়।

২টি বিশেষ কিউরেটেড শিল্প-উপস্থাপনা এবারের ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’ এর বিশেষ সংযোজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমন্ত্রণে প্রতিবারের মতো এবারেও প্রদর্শনীতে বাংলাদেশের মোট ৮টি বিশ্ববিদ্যালয় যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর চারুকলা অনুষদ এবং শিল্পশিক্ষা প্রতিষ্ঠান বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা) তাদের শিল্পকর্মের ‘কিউরেটেড শো’ উপস্থাপন করেছে।

এবারের আয়োজনে নতুন সংযোজন “রূপান্তর” শিরোনামে ১২ জন আমন্ত্রিত তরুণ শিল্পীর কিউরেটেড উপস্থাপনা। উল্লেখ্য আন্তর্জাতিক দৃশ্যশিল্পের প্রদর্শনীতে বাছাইকৃত শিল্পীদের এমন কিউরেটেড প্রদর্শনীর প্রচলন দীর্ঘদিনের হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ এবারই প্রথম। কিউরেটর মঞ্জুর আহমেদ-কে একাডেমি কর্তৃক কিউরেটর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তাঁর অধীনে আরও ৩ জন সহকারী কিউরেটর অন্তর্ভুক্ত করে এই “কিউরেটেড শো” সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য যে, ‘নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’ হলো চারুকলা বিষয়ক একটি নিয়মিত জাতীয় আয়োজন। ১৯৭৫ সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি দেশের শিল্পকলা বিকাশে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। বরেণ্য বহু শিল্পী এ প্রদর্শনীর মাধ্যমে তাঁদের সৃজনশীল প্রতিভা প্রকাশের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং পরবর্তীকালে তাঁরা চারুশিল্পে দেশে-বিদেশে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের সুনাম অর্জনে ভূমিকা রেখেছেন। একাডেমির প্রথম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান। এবার অনুষ্ঠিত হচ্ছে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর ২৪তম আয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন