ঢাকায় হয়ে গেল মানবাধিকারভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১০: ৩৮

আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস ও ইনস্টিটিউট ফ্রঁসের যৌথ আয়োজনে গত ১৬ অক্টোবর আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ ‘মানবাধিকারভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান’।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা কস্তা-গাভরাস পরিচালিত ১৯৬৯ সালের রাজনৈতিক থ্রিলার 'জেড’ যার পর অনুষ্ঠিত হয় গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন বিষয়ে এক প্রাণবন্ত আলোচনা।

বিজ্ঞাপন

রাজনৈতিক অস্থিরতাপূর্ণ এক রাষ্ট্রের প্রেক্ষাপটে নির্মিত 'জেড’ চলচ্চিত্রটি এক বিরোধী নেতা হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেই ঘটনার গোপন প্রচেষ্টার কাহিনি তুলে ধরে। চলচ্চিত্রটি রাজনীতি, সামরিক বাহিনী ও বিচারব্যবস্থার পারস্পরিক জটিল সম্পর্ক উদঘাটন করে এবং গণতন্ত্রের ভঙ্গুরতা ও সত্যের স্থায়িত্বের প্রতিফলন ঘটায়।

চলচ্চিত্র প্রদর্শনের পর অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তাঁরা চলচ্চিত্রটির বর্তমান প্রাসঙ্গিকতা ও বাংলাদেশের সমাজ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তার সাদৃশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনায় উঠে আসে বিচারব্যবস্থার সাম্প্রতিক চ্যালেঞ্জ, আইনের শাসন রক্ষা, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে বিচার বিভাগের ভূমিকা, জোরপূর্বক গুম, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল যুগে মানবাধিকারের সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো।

ফরাসি আইন দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি ন্যায়বিচার ও জবাবদিহিতার গুরুত্বকে পুনরায় স্মরণ করিয়ে দেয়, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ভিত্তি সুদৃঢ় করতে অপরিহার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও মানবাধিকারকর্মীসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, যারা মুক্ত আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত