আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৮ বউ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক

৮ বউ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন সব কনটেন্ট। তবে এই ঈদে অন্যদের থেকে ওটিটিতে আলোচনায় এগিয়ে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। একটি কনটেন্টে শুধু তার বিপরীতেই অভিনয় করেছেন আট নায়িকা।

ঈদ উপলক্ষ্যে ৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘মহানগর’-এর ওসি হারুন থেকে ‘মোবারকনামা’র মোবারকসহ অসংখ্য চরিত্র দিয়ে ওটিটির দর্শকের মনে জায়গা করেছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

এবার তিনি হাজির হচ্ছেন আব্বাস হয়ে। যিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ২২ মে সিরিজের ট্রেলার প্রকাশ হয়। ২ মিনিটের ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে সিরিজটি।

এতে মোশাররফ করিমের (আব্বাস) আট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর। এখন পর্যন্ত এটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখতে পেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’

বোহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিমের বউ আজমেরী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। যিনি পেশায় একজন নারী মৌয়াল। নিজের করা চরিত্রটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সুন্দরবনের ভেতরে গিয়ে কিছু মানুষ মধু সংগ্রহ করেন। এটাই তাদের নেশা ও পেশা। আমার কাজটিও তাই। এরকম একটি চরিত্রে অভিনয় করা বেশ কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। নতুন গল্প ও চরিত্রের সঙ্গে মিশে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...