আনুষ্ঠানিকভাবে শেষ হলো বঙ্গ প্রযোজিত ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর প্রথম সিজন। এর সাফল্য ছিল এককথায় অসাধারণ। এই শো শুধু বাংলাদেশের বিনোদন জগতে নতুনত্বের ছোঁয়া দেয়নি, বরং পরিবারের সবাইকে একসাথে স্ক্রিনের সামনে বসে হাসিখুশি মনে টিভি দেখার সেই পুরোনো আনন্দকেও ফিরিয়ে এনেছে। তবে প্রথম সিজন শেষ হলেও, ফিউড এখানেই শেষ নয়।
বঙ্গ এবং এনটিভিতে প্রচারিত এই শো প্রতি সোমবার রাত ৯:৩০-এ টিভি দেখা প্রতি ৪ জনের মধ্যে ১ জনই টিউন ইন করতেন ফ্যামিলি ফিউড দেখার জন্য। সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ১ কোটিরও বেশি স্বতন্ত্র দর্শকের কাছে পৌঁছানোর মাধ্যমে এটি বছরের অন্যতম সেরা এবং সবচেয়ে বেশি সাড়া জাগানো শো-তে পরিণত হয়েছে।
তাহসান খানের সঞ্চালনায় ও ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এই শো-তে অংশ নিয়েছিল সারাদেশ থেকে আসা ৪৮টি পরিবার। বড় শহর থেকে শুরু করে ছোট মফস্বল পর্যন্ত, প্রতিটি পরিবার তাদের নিজস্ব উদ্দীপনা, বুদ্ধিদীপ্ততা আর প্রাণবন্ততা দিয়ে মঞ্চ মাতিয়েছে – এবং দর্শকরাও এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন।
পুরো সিজন জুড়ে, বিভিন্ন পর্বে প্রতিদ্বন্দ্বিতা করা পরিবারগুলোকে ৩০ লক্ষ টাকারও বেশি অর্থমূল্যের পুরস্কার প্রদান করা হয়েছে।
আপনি যদি কোনো কারণে এটি দেখতে না পারেন, তবে সুখবর হলো পুরো সিজনের ২৪টি পর্বই এখন বঙ্গতে বিনামূল্যে দেখতে পাবেন। বছরের সবচেয়ে আনন্দদায়ক আর মন ভালো করে দেওয়া এই শো-টি উপভোগ করার সুযোগটি হাতছাড়া করবেন না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

