বুসানের বর্ষসেরা এশিয়ান চলচ্চিত্র নির্মাতার পুরস্কার জিতেছেন জাফর পানাহি

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০: ১৮

ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে ২০২৫ সালের এশিয়ান বর্ষসেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে নির্বাচিত করেছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বি আই এফ এফ)।

এশিয়ান এবং বিশ্ব চলচ্চিত্রে আপোষহীন অবদানের জন্য এবং রাজনৈতিক নিপীড়নের মধ্যেও সৃষ্টিশীল প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরীতে আগামী ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বি আই এফ এফের ৩০তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পানাহি আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করবেন।

এই পুরস্কারটি প্রতি বছর এমন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয় যারা এশিয়ান চলচ্চিত্রের উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। জাফর পানাহি সাহসী নির্মাণশৈলীর জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

বি আই এফএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, পানাহির কাজগুলোর মাধ্যমে ব্যক্তিস্বাধীনতা, জীবনের টিকে থাকা এবং রাষ্ট্রীয় সেন্সরের বিরুদ্ধে লড়াই গভীরভাবে ফুটে উঠেছে। যদিও তাঁকে বহুবার গ্রেপ্তার এবং চলচ্চিত্র নির্মাণ ও ভ্রমণে নিষিদ্ধ করা হয়েছে, তবুও তিনি ইরানে থেকে কঠিন পরিস্থিতির মধ্যেই গোপনে সিনেমা তৈরি করে গেছেন।

পানাহি তার অভিষেক ‘দ্য হোয়াইট বেলুন’ (১৯৯৫) দিয়ে খ্যাতি অর্জন করেন, যা কান চলচ্চিত্র উৎসবের ক্যামেরা ডি'অর জিতেছিল। এরপর থেকে তিনি রাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা এবং একাধিক গ্রেপ্তার সত্ত্বেও চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রেখেছেন। এই বছরের শুরুতে, পানাহি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (২০২৫) এর জন্য কান উৎসবে পাম ডি'অর অর্জন করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত