বিনোদন রিপোর্টার
মোমেনা চৌধুরী বাংলাদেশের মঞ্চ নাটকের একজন অনবদ্য গুনী অভিনেত্রী। ‘লাল জমিন’ নাটকে এককভাবে অভিনয় করেই তিনি দারুণভাবে প্রশংসিত হয়েছেন। গুনী এই অভিনেত্রী এরইমধ্যে আরো একটি একক নাটক নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হয়েছেন। নাটকের নাম ‘গোধূলি বেলায়’। নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী নিজেই। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।
এটি ‘শূন্যন রেপার্টরি থিয়েটার’-এর পঞ্চম প্রযোজনা। আগামীকাল শুক্রবার রাজধানীর বনানী’র ‘যাত্রা বিরতি’তে মঞ্চস্থ হবে মোমেনা চৌধুরীর ‘গোধুলি বেলায়’ নাটকটি।
মোমেনা চৌধুরী বলেন, ‘জীবনের এই গোধুলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকেনা। শুধুই একজন ভালো বন্ধুর প্রয়োজন হয়। যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেয়া যায়। যাইহোক, আমরা সাধারনত সবসময় মঞ্চ নাটক উপভোগ করি হয় রাজধানীর বেইলি রোডে কিংবা শিল্পকলায়। কিন্তু এবার শূন্যন গোধুলি বেলায় মঞ্চস্থ করতে যাচ্ছে বনানীর যাত্রা বিরতিতে। আশা করছি সবার সঙ্গে দেখা হবে। যথারীতি নাটকটির রচনায় এবং অভিনয়ে আছি আমি। আশা করছি বনানী ও তার আশেপাশে যারা আছেন তারা সবাই চলে আসবেন সন্ধ্যা ৭.১৫ মিনিটের মধ্যে। আশা করছি আপনাদের ভালোলাগবে গোধুলি বেলায়।’
গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গত ৮ আগস্ট মঞ্চস্থ হয়।
নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
নাটক প্রসঙ্গে মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’
মোমেনা চৌধুরী বাংলাদেশের মঞ্চ নাটকের একজন অনবদ্য গুনী অভিনেত্রী। ‘লাল জমিন’ নাটকে এককভাবে অভিনয় করেই তিনি দারুণভাবে প্রশংসিত হয়েছেন। গুনী এই অভিনেত্রী এরইমধ্যে আরো একটি একক নাটক নিয়ে দর্শকের মধ্যে উপস্থিত হয়েছেন। নাটকের নাম ‘গোধূলি বেলায়’। নাটকটি রচনা করেছেন মোমেনা চৌধুরী নিজেই। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।
এটি ‘শূন্যন রেপার্টরি থিয়েটার’-এর পঞ্চম প্রযোজনা। আগামীকাল শুক্রবার রাজধানীর বনানী’র ‘যাত্রা বিরতি’তে মঞ্চস্থ হবে মোমেনা চৌধুরীর ‘গোধুলি বেলায়’ নাটকটি।
মোমেনা চৌধুরী বলেন, ‘জীবনের এই গোধুলি বেলায় এসে মানুষের আর কোনো চাওয়া পাওয়া থাকেনা। শুধুই একজন ভালো বন্ধুর প্রয়োজন হয়। যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, চোখে চোখ রেখে চায়ের কাপে চুমুক দেয়া যায়। যাইহোক, আমরা সাধারনত সবসময় মঞ্চ নাটক উপভোগ করি হয় রাজধানীর বেইলি রোডে কিংবা শিল্পকলায়। কিন্তু এবার শূন্যন গোধুলি বেলায় মঞ্চস্থ করতে যাচ্ছে বনানীর যাত্রা বিরতিতে। আশা করছি সবার সঙ্গে দেখা হবে। যথারীতি নাটকটির রচনায় এবং অভিনয়ে আছি আমি। আশা করছি বনানী ও তার আশেপাশে যারা আছেন তারা সবাই চলে আসবেন সন্ধ্যা ৭.১৫ মিনিটের মধ্যে। আশা করছি আপনাদের ভালোলাগবে গোধুলি বেলায়।’
গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গত ৮ আগস্ট মঞ্চস্থ হয়।
নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
নাটক প্রসঙ্গে মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’
নতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
২ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
২ ঘণ্টা আগেআদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
১৮ ঘণ্টা আগেঅভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।
২০ ঘণ্টা আগে