বিনোদন রিপোর্টার
প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারী। আগামীকাল ৮ই সেপ্টেম্বর, তার জন্মদিন উপলক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত ভক্ত, দর্শক-শ্রোতা, বন্ধু, শুভাকাঙ্খিদেরকে উপহার হিসেবে দিলেন ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’। শিল্পী ইয়াসমিন মুশতারীর দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও কর্মের সকল কিছু এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত হলো।
শিল্পীর জীবনী, সব গান, অডিও, ভিডিও, শিল্পীর পুরস্কার, অর্জনের তথ্য, সব অ্যালবামের তথ্য, সব গানের তথ্য, গুরুত্বপূর্ণ স্থিরচিত্র, প্রকাশিত সংবাদ, সাক্ষাৎকার, মিডিয়ার কার্যক্রম, শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের তথ্য, যে কোন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার মাধ্যম ইত্যাদি থেকে শুরু করে সবকিছুই যুক্ত করা হয়েছে ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ এই ওয়েব প্ল্যাটফর্মে। ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ ওয়েব প্ল্যাটফর্মটির কনসেপ্ট ও ডেভেলপমেন্ট করেছে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লি.’।
ডিজিটাল আর্কাইভ নিয়ে ইয়াসমিন মুশতারী বলেন, ‘আমি মূলত গানের মানুষ। সেই ছোটবেলা থেকে গান নিয়েই আছি। সংগীতসাধনা, পরিবেশনা, প্রশিক্ষণ প্রদান, নতুন নতুন গানের রেকর্ডিং নিয়েই আমার ব্যস্ত সময় কাটে। এতো এতো ব্যস্ততার ভেতর দিয়ে আমার নিজের বিষয়ে ভাবার খুব একটি সময় পাই না। কিন্তু দীর্ঘদিন থেকে মনের ভেতর একটি সুপ্ত বাসনা ছিল ভবিষ্যতের জন্যে হলেও নিজের কর্ম ও অর্জনগুলোকে কোথাও সংরক্ষণ করা জরুরি। যদিও আমার অধিকাংশ কর্ম ও অর্জনের হার্ডকপি সংরক্ষণ করার পরও অনেক কিছুই বিনষ্ট হয়ে গেছে।‘
তিনি আরো বলেন, ‘এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করলাম, আজকাল ইন্টারনেটে নামের বানান থেকে শুরু করে প্রচুর ভুল তথ্য থাকে। যা আমার মতো যে কোন পরিচিত মানুষের জন্য বিরাট বিড়ম্বনার কারণ হতে পারে। এমন তথ্যের কারণে কোনটা আসল আর কোনটা নকল তা বুঝা দুষ্কর। এমন অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে যে এক পর্যায়ে সব কিছুই নকল মনে হয়। আর আজকাল ফ্রি এসব সোশ্যাল প্ল্যাটফর্মকে সচেতন মানুষ খুব কম বিশ্বাস করে। ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু নিজস্ব ওয়েব প্ল্যাটফর্মে যখন সঠিকভাবে সকল তথ্য-উপাত্ত উপস্থাপন করা থাকে এবং আমার অন্যান্য প্ল্যাটফর্মগুলো কানেক্টেড থাকবে তখন ভুল তথ্য প্রচারের সুযোগ নেই এবং অবিশ্বাসেরও কোন সুযোগ থাকেনা। আবার অনেক সংবাদ, তথ্য, ছবি একসময় অনলাইনে থাকলেও পরে আর তা খুঁজেও পাওয়া যায় না। এখন থেকে আমার সব কিছুই এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত থাকবে।‘
‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লি.’ এর ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী ফাহিম ফয়সাল বলেন, ‘আমি অনুভব করি আমাদের অধিকাংশ শিল্পী বা মিডিয়া ব্যক্তিত্বদের নিজস্ব কোন ওয়েব প্ল্যাটফর্ম নেই। অথচ এটি এখন যুগের ডিমান্ড। সে চিন্তা থেকেই আমি ডিজিটাল আর্কাইভ এর কনসেপ্টটি নিয়ে কাজ শুরু করি। কোন কোন সেক্টর নিয়ে কাজ করলে আমাদের মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে আমি প্রতিনিয়ত সেটি নিয়ে রিসার্চ করি। সেই রিসার্চের একটি প্রতিফলন হচ্ছে ইয়াসমিন মুশতারী আপার ডিজিটাল আর্কাইভ।
আমি মনে করি প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে সবাইকেই সঠিক তথ্য দিয়ে নিজেকে আপডেট রাখা জরুরি। এবং মিডিয়ার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানেরই এমন একটি নিজস্ব ও প্রফেশনাল ওয়েব প্ল্যাটফর্ম থাকা উচিত।
প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারী। আগামীকাল ৮ই সেপ্টেম্বর, তার জন্মদিন উপলক্ষ্যে দেশ-বিদেশে অবস্থানরত ভক্ত, দর্শক-শ্রোতা, বন্ধু, শুভাকাঙ্খিদেরকে উপহার হিসেবে দিলেন ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’। শিল্পী ইয়াসমিন মুশতারীর দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও কর্মের সকল কিছু এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত হলো।
শিল্পীর জীবনী, সব গান, অডিও, ভিডিও, শিল্পীর পুরস্কার, অর্জনের তথ্য, সব অ্যালবামের তথ্য, সব গানের তথ্য, গুরুত্বপূর্ণ স্থিরচিত্র, প্রকাশিত সংবাদ, সাক্ষাৎকার, মিডিয়ার কার্যক্রম, শিল্পীর সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের তথ্য, যে কোন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার মাধ্যম ইত্যাদি থেকে শুরু করে সবকিছুই যুক্ত করা হয়েছে ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ এই ওয়েব প্ল্যাটফর্মে। ‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’ ওয়েব প্ল্যাটফর্মটির কনসেপ্ট ও ডেভেলপমেন্ট করেছে আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লি.’।
ডিজিটাল আর্কাইভ নিয়ে ইয়াসমিন মুশতারী বলেন, ‘আমি মূলত গানের মানুষ। সেই ছোটবেলা থেকে গান নিয়েই আছি। সংগীতসাধনা, পরিবেশনা, প্রশিক্ষণ প্রদান, নতুন নতুন গানের রেকর্ডিং নিয়েই আমার ব্যস্ত সময় কাটে। এতো এতো ব্যস্ততার ভেতর দিয়ে আমার নিজের বিষয়ে ভাবার খুব একটি সময় পাই না। কিন্তু দীর্ঘদিন থেকে মনের ভেতর একটি সুপ্ত বাসনা ছিল ভবিষ্যতের জন্যে হলেও নিজের কর্ম ও অর্জনগুলোকে কোথাও সংরক্ষণ করা জরুরি। যদিও আমার অধিকাংশ কর্ম ও অর্জনের হার্ডকপি সংরক্ষণ করার পরও অনেক কিছুই বিনষ্ট হয়ে গেছে।‘
তিনি আরো বলেন, ‘এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করলাম, আজকাল ইন্টারনেটে নামের বানান থেকে শুরু করে প্রচুর ভুল তথ্য থাকে। যা আমার মতো যে কোন পরিচিত মানুষের জন্য বিরাট বিড়ম্বনার কারণ হতে পারে। এমন তথ্যের কারণে কোনটা আসল আর কোনটা নকল তা বুঝা দুষ্কর। এমন অনেক বিভ্রান্তিকর তথ্য থাকে যে এক পর্যায়ে সব কিছুই নকল মনে হয়। আর আজকাল ফ্রি এসব সোশ্যাল প্ল্যাটফর্মকে সচেতন মানুষ খুব কম বিশ্বাস করে। ভুল তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু নিজস্ব ওয়েব প্ল্যাটফর্মে যখন সঠিকভাবে সকল তথ্য-উপাত্ত উপস্থাপন করা থাকে এবং আমার অন্যান্য প্ল্যাটফর্মগুলো কানেক্টেড থাকবে তখন ভুল তথ্য প্রচারের সুযোগ নেই এবং অবিশ্বাসেরও কোন সুযোগ থাকেনা। আবার অনেক সংবাদ, তথ্য, ছবি একসময় অনলাইনে থাকলেও পরে আর তা খুঁজেও পাওয়া যায় না। এখন থেকে আমার সব কিছুই এই ওয়েব প্ল্যাটফর্মে যুক্ত থাকবে।‘
‘ডিজিটাল আর্কাইভ অব ইয়াসমিন মুশতারী’র নির্মাতা প্রতিষ্ঠান ‘ভার্সডসফট লি.’ এর ব্যবস্থাপনা পরিচালক সংগীতশিল্পী ফাহিম ফয়সাল বলেন, ‘আমি অনুভব করি আমাদের অধিকাংশ শিল্পী বা মিডিয়া ব্যক্তিত্বদের নিজস্ব কোন ওয়েব প্ল্যাটফর্ম নেই। অথচ এটি এখন যুগের ডিমান্ড। সে চিন্তা থেকেই আমি ডিজিটাল আর্কাইভ এর কনসেপ্টটি নিয়ে কাজ শুরু করি। কোন কোন সেক্টর নিয়ে কাজ করলে আমাদের মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে আমি প্রতিনিয়ত সেটি নিয়ে রিসার্চ করি। সেই রিসার্চের একটি প্রতিফলন হচ্ছে ইয়াসমিন মুশতারী আপার ডিজিটাল আর্কাইভ।
আমি মনে করি প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে সবাইকেই সঠিক তথ্য দিয়ে নিজেকে আপডেট রাখা জরুরি। এবং মিডিয়ার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানেরই এমন একটি নিজস্ব ও প্রফেশনাল ওয়েব প্ল্যাটফর্ম থাকা উচিত।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৪ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২১ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে