বিনোদন রিপোর্টার
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।
তিনি জানান, ‘ঠিক কত বছর পর ক্যামেরার সামনে কাজ করছি, তা মনে করতে পারছি না। অনেক দিন পর চয়নিকা দিদি বললেন নাটকটি করো, গল্পটিও ভালো। মঞ্চে নিয়মিত থাকলেও অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়াইনি। তাই অংশগ্রহণ করেছি। এটাকে আমি ‘ফেরা’ বলব না। আমাকে যদি চরিত্রে না মানায়, তবে আমি কাজ করব না। থিয়েটার, ছবি আঁকা, গল্পের বই পড়া ও মেয়ের দেখাশোনা আমার কাছে বেশি প্রাধান্য পায়।’ নাটক থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে নওশাবা বলেন, ‘আমি হয়তো অনেক নির্মাতার চোখে তারকা নই; কিন্তু নিজের কাছে একনিষ্ঠ শিল্পী। অনেক নির্মাতা আমাকে কাজের প্রস্তাব দিয়েছেন; কিন্তু সেখানে অভিনয়ের সুযোগ নেই। ভালো গল্প ও সুযোগ থাকলে অবশ্যই কাজ করব।’
এদিকে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ‘সাত ভাই চম্পা’। এটি মুক্তি পাওয়ার সাত বছর আগে টিভিতে মেগা সিরিজ হিসেবে প্রচার হয়েছিল এবং গত বছর ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তি পেয়েছিল।
নওশাবা জানান, সিনেমার মতো প্রস্তুতি নিয়েই শুটিং করেছিলেন, ঘোড়া ও তলোয়ার চালানো শিখেছিলেন। তিনি খুশি হলেও মনে করেন, যথাযথ প্রচার হলে সিনেমাটি আরো দর্শকের কাছে পৌঁছাত। সে সঙ্গে নওশাবা টালিউডেও অভিষেক ঘটিয়েছেন অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। নওশাবা জানান, সিনেমাটি বাংলাদেশে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরী পরিচালিত ‘দ্বিতীয় বিয়ের পর’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকে নওশাবার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।
তিনি জানান, ‘ঠিক কত বছর পর ক্যামেরার সামনে কাজ করছি, তা মনে করতে পারছি না। অনেক দিন পর চয়নিকা দিদি বললেন নাটকটি করো, গল্পটিও ভালো। মঞ্চে নিয়মিত থাকলেও অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়াইনি। তাই অংশগ্রহণ করেছি। এটাকে আমি ‘ফেরা’ বলব না। আমাকে যদি চরিত্রে না মানায়, তবে আমি কাজ করব না। থিয়েটার, ছবি আঁকা, গল্পের বই পড়া ও মেয়ের দেখাশোনা আমার কাছে বেশি প্রাধান্য পায়।’ নাটক থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে নওশাবা বলেন, ‘আমি হয়তো অনেক নির্মাতার চোখে তারকা নই; কিন্তু নিজের কাছে একনিষ্ঠ শিল্পী। অনেক নির্মাতা আমাকে কাজের প্রস্তাব দিয়েছেন; কিন্তু সেখানে অভিনয়ের সুযোগ নেই। ভালো গল্প ও সুযোগ থাকলে অবশ্যই কাজ করব।’
এদিকে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ‘সাত ভাই চম্পা’। এটি মুক্তি পাওয়ার সাত বছর আগে টিভিতে মেগা সিরিজ হিসেবে প্রচার হয়েছিল এবং গত বছর ওয়েব ফিল্ম হিসেবে ওটিটিতে মুক্তি পেয়েছিল।
নওশাবা জানান, সিনেমার মতো প্রস্তুতি নিয়েই শুটিং করেছিলেন, ঘোড়া ও তলোয়ার চালানো শিখেছিলেন। তিনি খুশি হলেও মনে করেন, যথাযথ প্রচার হলে সিনেমাটি আরো দর্শকের কাছে পৌঁছাত। সে সঙ্গে নওশাবা টালিউডেও অভিষেক ঘটিয়েছেন অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। নওশাবা জানান, সিনেমাটি বাংলাদেশে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়ের করা হলো। মামলায় অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।
৯ ঘণ্টা আগেসংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনয়কে বিদায় জানিয়েছেন বছর কয়েক আগেই। সম্প্রতি সংগীতকেও বিদায় জানিয়েছেন তিনি। সে সময় তাহসান জানিয়েছিলেন আর গান করবেন না। অবসরে যাচ্ছেন তিনি। সামনের সময়টা কেবল নিজের মতো করে থাকতে চান তিনি।
১১ ঘণ্টা আগেদেশের শিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে রাজনীতি করছেন বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। সম্প্রতি সংস্কৃতি অঙ্গনের সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ডের ২৪তম আসরে বিশেষ অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। সেখানে তিনি দেশ, শ
১১ ঘণ্টা আগেবাংলার প্রাচ্য-চিত্রকলার ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও নন্দনতত্ত্বের এক অনন্য মেলবন্ধনে শুরু হয়েছে অধ্যাপক মলয় বালার একক চিত্রপ্রদর্শনী 'পবিত্র সৌন্দর্যের সন্ধানে: মলয় বালার ভক্তিমূলক শিল্প'। প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মিখাইল ইদ্রিস, লার্নিং ডিজাইনার, লার্নিং ডিজাইন স্টুডিয়ো।
১৮ ঘণ্টা আগে