বিনোদন রিপোর্টার
মোশাররফ করিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার অসাধারণ অভিনয় ও উচ্চারণ দক্ষতা বাংলাদেশের অভিনয় জগতে তাকে এক আলাদা স্থান করে দিয়েছে। আর ঈদে মোশাররফ করিমের নাটক মানেই যেন উৎসবকে আরো রাঙিয়ে দেওয়া। এবারো তার ব্যতিক্রম নয়। আসছে ঈদে এনটিভিতে প্রচারের লক্ষে নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় ‘খুচরা পাপী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। এতে মোশাররফ করিম মোশাররফ নামেই অভিনয় করছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময়টাতে আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম যে আলম আগের চেয়ে আরো বেশ গুছানো। কাজটা বেশ ভালোই বুঝে। তার গল্প নির্বাচনটাও ভালো। আর তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেবার চেষ্টা করে। আশা করছি ‘খুচরা পাপী’ নাটকটি দর্শককে মুগ্ধ করবে।’
আলম বলেন, ‘মোশাররফ ভাইকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। শুধু এতটুকুই বলব তিনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। তাকে নিয়ে কাজ করার স্বপ্ন সব পরিচালকের। তানিয়া বৃষ্টি অসাধারণ একজন অভিনেত্রী, আমি তার ভক্ত। খুব টাইমলি সেটে আসে এবং কোনো ধরনের প্যারা দেওয়া ছাড়াই অভিনয় করে। তাকে জন্মদিনের শুভেচ্ছা।’
আজ ৫ মার্চ অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্মদিন। তানিয়া বৃষ্টি জানান, জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সঙ্গেই দিনটি সাধারণভাবে উদযাপন করবেন তিনি।
তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। আলম ভাই বেশ গুছানো একজন পরিচালক। খুব আশাবাদী কাজটি নিয়ে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
‘খুচরা পাপী’ নাটকে আরো অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন শরীফ রানা, সম্পাদনায় টিডি দীপক।
উল্লেখ্য, আলমের নির্দেশনায় মোশাররফ করিম একযুগ আগে ‘পাইরেসি’ নাটকে অভিনয় করেছিলেন। আর ২০২২ সালে বৃষ্টি আলমের ‘প্রাইভেট জামাই’ নাটকে অভিনয় করেন যা প্রায় এক কোটি দর্শক উপভোগ করেছেন।
মোশাররফ করিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তার অসাধারণ অভিনয় ও উচ্চারণ দক্ষতা বাংলাদেশের অভিনয় জগতে তাকে এক আলাদা স্থান করে দিয়েছে। আর ঈদে মোশাররফ করিমের নাটক মানেই যেন উৎসবকে আরো রাঙিয়ে দেওয়া। এবারো তার ব্যতিক্রম নয়। আসছে ঈদে এনটিভিতে প্রচারের লক্ষে নাট্যনির্মাতা জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় ‘খুচরা পাপী’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। এতে মোশাররফ করিম মোশাররফ নামেই অভিনয় করছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময়টাতে আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। অনেকদিন ধরেই তার ইচ্ছে ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম যে আলম আগের চেয়ে আরো বেশ গুছানো। কাজটা বেশ ভালোই বুঝে। তার গল্প নির্বাচনটাও ভালো। আর তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেবার চেষ্টা করে। আশা করছি ‘খুচরা পাপী’ নাটকটি দর্শককে মুগ্ধ করবে।’
আলম বলেন, ‘মোশাররফ ভাইকে নিয়ে বলার মতো যোগ্যতা আমার নেই। শুধু এতটুকুই বলব তিনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। তাকে নিয়ে কাজ করার স্বপ্ন সব পরিচালকের। তানিয়া বৃষ্টি অসাধারণ একজন অভিনেত্রী, আমি তার ভক্ত। খুব টাইমলি সেটে আসে এবং কোনো ধরনের প্যারা দেওয়া ছাড়াই অভিনয় করে। তাকে জন্মদিনের শুভেচ্ছা।’
আজ ৫ মার্চ অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্মদিন। তানিয়া বৃষ্টি জানান, জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সঙ্গেই দিনটি সাধারণভাবে উদযাপন করবেন তিনি।
তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। আলম ভাই বেশ গুছানো একজন পরিচালক। খুব আশাবাদী কাজটি নিয়ে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
‘খুচরা পাপী’ নাটকে আরো অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন শরীফ রানা, সম্পাদনায় টিডি দীপক।
উল্লেখ্য, আলমের নির্দেশনায় মোশাররফ করিম একযুগ আগে ‘পাইরেসি’ নাটকে অভিনয় করেছিলেন। আর ২০২২ সালে বৃষ্টি আলমের ‘প্রাইভেট জামাই’ নাটকে অভিনয় করেন যা প্রায় এক কোটি দর্শক উপভোগ করেছেন।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
২ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৩ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৪ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৪ ঘণ্টা আগে