বিনোদন ডেস্ক
প্রেমের গানে সিদ্ধহস্ত কুমার শানু। তাঁর গান শুনে প্রেমে পড়েছে গোটা একটা প্রজন্ম। কিন্তু সেই মানুষটার জীবনেই রয়েছে অনেক উত্থান পতন। আশির দশকের মাঝামাঝি সময়ে রীতা ভট্টাচার্যর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন কুমার শানু। কিন্তু দুজনের দাম্পত্য সুখের হয়নি। দীর্ঘদিনের তিক্ততার পরিণতি ছিল ডিভোর্স।
সম্প্রতি ইন্ডিয়ান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেন, যখন ছোট ছেলে তাঁর গর্ভে ছিল সেইসময় শানু ও তাঁর পরিবার রীতার উপর নির্যাতন করেছিল। তিনি আরও অভিযোগ করেছিলেন যে আশিকির সাথে খ্যাতি অর্জনের পরে হঠাৎ করেই স্ত্রীর প্রতি গায়কের আচরণ পুরোপুরি পরিবর্তিত হয়েছিল।
রীতা ভট্টাচার্য বলেছেন যে গর্ভাবস্থায় কুমার শানু তাঁর উপর নির্যাতন করেছিলেন। রীতা দাবি করেন যে কুমার শানু খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিতেন না। তিনি আরও প্রকাশ করেন, গায়কের বোন তাঁর নিজের স্বামী-সন্তান ছেড়ে দাদার সংসারে পড়ে থাকত। শুধু তাই নয়, কুমার শানুর সাথে একই ঘরে ঘুমাত তাঁর বোন, অন্যদিকে বাচ্চাদের সাথে অন্য ঘরে ঘুমাতেন রীতা। তিনি আরও দাবি করেছিলেন যে ভাইবোন দুজনেই তাঁর উপর নির্যাতন করেছিল।
তিনি বলেন, ‘গর্ভাবস্থায় শানু আমাকে আদালতে নিয়ে যায়। সেই সময় তাঁর একটি সম্পর্কও ছিল, যা আজ প্রকাশিত হয়েছে। এবং, তিনি আমাকে টেনে আদালতে নিয়ে গিয়েছিলেন। আমি তখন খুব ছোট ছিলাম, আমার মনে হয়েছিল আমার পুরো পৃথিবী চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, এবং আমার পরিবার হতবাক হয়েছিল। এক বছর আগে তিনি এত বড় পার্টি করেছিলেন, বলেছিলেন যে আমিই তার সাফল্যের কারণ। কারণটা জানতে পারিনি। তিনি আদালতে আমাকে নিয়ে হাসাহাসি করতেন এবং আমাকে নিয়ে মজা করতেন।’
রীতা আরও দাবি করেন, ছোট ছেলে জান গর্ভে আসার পর শানু তাঁকে খেতে দিতেন না। তিনি বলেন, 'তারা রান্নাঘরে তালা লাগিয়ে দিত। এক মুঠো চাল কিনে বৌদির বাড়িতে খিচুড়ি রান্না করতাম, তারপর খাবার খেতাম। এমনকি তারা আমার বাচ্চাদের জন্য দুধের প্যাকেটও বন্ধ করে দিয়েছিল, আমাকে দিনে মাত্র ১০০ টাকা দিয়েছে এবং শিশুরোগ বিশেষজ্ঞকে বলেছিল যে আমরা আপনার টাকা দেব না। তাঁদেরকে মানুষ বলাটাও ভুল হবে। আমি যখন বেবি ফুড অর্ডার করতাম, তখন দোকানদার বলতেন পাঠাতে পারব না, বারণ করেছেন।’
রীতা ও কুমার শানুর কলকাতায় দেখা হয়, প্রথম দেখাতেই প্রেম। এরপর আশির দশকের শেষের দিকে পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেছিলেন দুজনে, যদিও তাঁদের পরিবার পরে এই বিয়েকে স্বীকৃতি দেয়। ১৯৯৪ সালে বিবাহবিচ্ছেদের আগে এই দম্পতির তিনটি সন্তান ছিল। একটা সময় শানুর সঙ্গে এক নামী বলিউড নায়িকার ঘনিষ্ঠতার কথা চাউর হয়।
অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গেও পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন শানু। কুনিকা পরে বিগ বস ১৯ এ স্বীকার করেছিলেন যে একজন বিবাহিত পুরুষের সাথে তাঁর ছয় বছরের সম্পর্ক ছিল। কুনিকার ছেলে আয়ান লাল পরে কুমার শানুর সাথে মায়ের সম্পর্ককে ‘বিষাক্ত’ বলে বর্ণনা করেন।
সেই সম্পর্কও ভেঙে যায়। অবশেষে শালোনিকে বিয়ে করেন এ গায়ক। তাঁর সঙ্গেই এখন সংসার চলছে শিল্পীর। শালোনি ও শানুর দুই কন্যা সন্তান রয়েছে।
প্রেমের গানে সিদ্ধহস্ত কুমার শানু। তাঁর গান শুনে প্রেমে পড়েছে গোটা একটা প্রজন্ম। কিন্তু সেই মানুষটার জীবনেই রয়েছে অনেক উত্থান পতন। আশির দশকের মাঝামাঝি সময়ে রীতা ভট্টাচার্যর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন কুমার শানু। কিন্তু দুজনের দাম্পত্য সুখের হয়নি। দীর্ঘদিনের তিক্ততার পরিণতি ছিল ডিভোর্স।
সম্প্রতি ইন্ডিয়ান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেন, যখন ছোট ছেলে তাঁর গর্ভে ছিল সেইসময় শানু ও তাঁর পরিবার রীতার উপর নির্যাতন করেছিল। তিনি আরও অভিযোগ করেছিলেন যে আশিকির সাথে খ্যাতি অর্জনের পরে হঠাৎ করেই স্ত্রীর প্রতি গায়কের আচরণ পুরোপুরি পরিবর্তিত হয়েছিল।
রীতা ভট্টাচার্য বলেছেন যে গর্ভাবস্থায় কুমার শানু তাঁর উপর নির্যাতন করেছিলেন। রীতা দাবি করেন যে কুমার শানু খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিতেন না। তিনি আরও প্রকাশ করেন, গায়কের বোন তাঁর নিজের স্বামী-সন্তান ছেড়ে দাদার সংসারে পড়ে থাকত। শুধু তাই নয়, কুমার শানুর সাথে একই ঘরে ঘুমাত তাঁর বোন, অন্যদিকে বাচ্চাদের সাথে অন্য ঘরে ঘুমাতেন রীতা। তিনি আরও দাবি করেছিলেন যে ভাইবোন দুজনেই তাঁর উপর নির্যাতন করেছিল।
তিনি বলেন, ‘গর্ভাবস্থায় শানু আমাকে আদালতে নিয়ে যায়। সেই সময় তাঁর একটি সম্পর্কও ছিল, যা আজ প্রকাশিত হয়েছে। এবং, তিনি আমাকে টেনে আদালতে নিয়ে গিয়েছিলেন। আমি তখন খুব ছোট ছিলাম, আমার মনে হয়েছিল আমার পুরো পৃথিবী চূর্ণবিচূর্ণ হয়ে গেছে, এবং আমার পরিবার হতবাক হয়েছিল। এক বছর আগে তিনি এত বড় পার্টি করেছিলেন, বলেছিলেন যে আমিই তার সাফল্যের কারণ। কারণটা জানতে পারিনি। তিনি আদালতে আমাকে নিয়ে হাসাহাসি করতেন এবং আমাকে নিয়ে মজা করতেন।’
রীতা আরও দাবি করেন, ছোট ছেলে জান গর্ভে আসার পর শানু তাঁকে খেতে দিতেন না। তিনি বলেন, 'তারা রান্নাঘরে তালা লাগিয়ে দিত। এক মুঠো চাল কিনে বৌদির বাড়িতে খিচুড়ি রান্না করতাম, তারপর খাবার খেতাম। এমনকি তারা আমার বাচ্চাদের জন্য দুধের প্যাকেটও বন্ধ করে দিয়েছিল, আমাকে দিনে মাত্র ১০০ টাকা দিয়েছে এবং শিশুরোগ বিশেষজ্ঞকে বলেছিল যে আমরা আপনার টাকা দেব না। তাঁদেরকে মানুষ বলাটাও ভুল হবে। আমি যখন বেবি ফুড অর্ডার করতাম, তখন দোকানদার বলতেন পাঠাতে পারব না, বারণ করেছেন।’
রীতা ও কুমার শানুর কলকাতায় দেখা হয়, প্রথম দেখাতেই প্রেম। এরপর আশির দশকের শেষের দিকে পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেছিলেন দুজনে, যদিও তাঁদের পরিবার পরে এই বিয়েকে স্বীকৃতি দেয়। ১৯৯৪ সালে বিবাহবিচ্ছেদের আগে এই দম্পতির তিনটি সন্তান ছিল। একটা সময় শানুর সঙ্গে এক নামী বলিউড নায়িকার ঘনিষ্ঠতার কথা চাউর হয়।
অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গেও পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন শানু। কুনিকা পরে বিগ বস ১৯ এ স্বীকার করেছিলেন যে একজন বিবাহিত পুরুষের সাথে তাঁর ছয় বছরের সম্পর্ক ছিল। কুনিকার ছেলে আয়ান লাল পরে কুমার শানুর সাথে মায়ের সম্পর্ককে ‘বিষাক্ত’ বলে বর্ণনা করেন।
সেই সম্পর্কও ভেঙে যায়। অবশেষে শালোনিকে বিয়ে করেন এ গায়ক। তাঁর সঙ্গেই এখন সংসার চলছে শিল্পীর। শালোনি ও শানুর দুই কন্যা সন্তান রয়েছে।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৫ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে