আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবারো প্রেক্ষাগৃহে সালমান শাহ’র সিনেমা

বিনোদন রিপোর্টার

আবারো প্রেক্ষাগৃহে সালমান শাহ’র সিনেমা

মৃত্যুর ২৯ বছর পার হয়ে গেলেও সিনেপ্রেমীদের ভালোবাসার আরেক নাম সালমান শাহ। সময় বদলেছে, বদলেছে সিনেমার ধরন, কিন্তু রূপালি পর্দার সেই রাজপুত্রের আবেদন কমেনি এক বিন্দুও। অমর এই নায়কের স্মৃতিকে রাঙিয়ে দিতে এবার পুরান ঢাকার কেরানীগঞ্জের মাল্টিপ্লেক্স ‘লায়ন সিনেমাস’ আয়োজন করেছে সপ্তাহব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় দেখানো হচ্ছে অভিনেতার দর্শকপ্রিয় তিনটি সিনেমা– ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের পৃথিবী’ ও ‘সত্যের মৃত্যু নেই’।

বিজ্ঞাপন

১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায় ‘অন্তরে অন্তরে’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন শিবলি সাদিক। কাহিনি লিখেছেন ফেরদৌস ও চিত্রনাট্য লিখেছেন শিবলি সাদিক। এতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এটি দুই তারকার দ্বিতীয় সিনেমা এটি।

রোমান্টিক গল্পের ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমাটি ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়। এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন বাদল খন্দকার। কাহিনি ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী এবং হেনরি আমিন। এতে সালমান শাহ’র নায়িকা শাবনূর।

‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এতে সালমান শাহের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন শাহনাজ। এটিই একে অন্যের বিপরীতে দুজনের একমাত্র সিনেমা।

আয়োজনটি নিয়ে এক ভিডিওবার্তায় লায়ন সিনেমার কর্তৃপক্ষ জানায়, ‘কিছু নায়ক সিনেমায় আসেন আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগৎ। সালমান শাহ তেমনই একজন জাদুকর। তাঁর নাম একটি প্রজন্মের কাছে অনুভূতির নাম। বড় পর্দায় তাঁর উপস্থিতি আজও সিনেমাপ্রেমীদের রোমাঞ্চিত করে। সেই আবেগ থেকেই দর্শকদের জন্য আমরা এই সুযোগ করে দিয়েছি।’

জানা গেছে, প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। বিশেষ এই আয়োজন চলবে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত। বড় পর্দায় আবারও প্রিয় নায়ককে দেখার সুযোগ পেয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন