ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ডের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪২

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমার রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের আধুনিকায়নের বিষয়ে মতবিনিময় করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিকে অবহিত করেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বিশেষ বক্তৃতা প্রদানের জন্য তিনি অতিথিকে ধন্যবাদ জানান।

এর আগে, অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী লেকচার থিয়েটারে “হিউম্যান জিনোম : ক্যান্সার এবং ইমিউনোথেরাপি” শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদান করেন। ফার্মেসী অনুষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমার বিভিন্ন বিভাগে নানা বিষয়ে আরও চারটি বিশেষ বক্তৃতা প্রদান করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত