নতুন শিক্ষাবর্ষ সামনে রেখে ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইন চালু করেছে ‘বাটা’ বাংলাদেশ। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে এ ক্যাম্পেইনে থাকছে নানা আকর্ষণীয় অফার। ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি শুরু হওয়া এ ক্যাম্পেইন ২০২৬ পর্যন্ত চলবে।
‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইনে বাটা এ বছর বাজারে নিয়ে এসেছে তাদের জুতার কালেকশন ‘বি-ফার্স্ট অ্যান্টি-ব্যাকটেরিয়াল স্কুল শু’। শিশুদের সারাদিনের ব্যবহারে পা যেন আরামদায়ক ও দুর্গন্ধমুক্ত থাকে, সে কথা মাথায় রেখেই এই জুতা তৈরি করা হয়েছে।
এতে রয়েছে দুর্গন্ধ ও জীবাণু-প্রতিরোধী অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রযুক্তি, ক্লাসরুম এবং মাঠে দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযোগী স্বাচ্ছন্দ্যদায়ক ফিট আর স্কুলের পোশাকের সঙ্গে মানানসই ও স্টাইলিশ নকশা।
এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশের বাটা শোরুমে বিকাশের মাধ্যমে কেনাকাটায় মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে স্কুলের জন্য প্রয়োজনীয় জুতা আরো সাশ্রয়ী করতে এই উদ্যোগ নিয়েছে বাটা।
‘ব্যাক টু স্কুল’ উদ্যোগের অংশ হিসেবে বাটা শিশুদের জন্য আয়োজন করেছে একটি সৃজনশীল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুরা কীভাবে তাদের স্কুলের প্রথমদিনের অভিজ্ঞতাকে কল্পনা করে, সেটাই ফুটে উঠবে এ আয়োজনে। ক্যাম্পেইন চলাকালীন সময়ের প্রতি সপ্তাহে সাতজন অংশগ্রহণকারী জিতে নিতে পারবে একটি করে নতুন ট্যাবলেট।
দেশজুড়ে নির্ধারিত বাটা শোরুমগুলোয় এই ক্যাম্পেইন চালু রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ব্যবহারকারীরা খুব সহজেই এ অফার উপভোগ করতে পারবেন। আরামদায়ক স্কুলের জুতা—সব ধরনের ব্যবহারকারীর যেকোনো প্রয়োজনের জন্য বাটায় রয়েছে পছন্দসই সব সমাধান। শোরুম এবং প্রতিযোগিতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.batabd.com/
আরামদায়ক স্কুলের জুতা, ট্রেন্ডি স্নিকার্স কিংবা দৈনন্দিন ব্যবহারের টেকসই জুতাÑসব ধরনের ব্যবহারকারীর যেকোনো প্রয়োজনের জন্য বাটায় রয়েছে পছন্দসই সব সমাধান এবং প্রতিযোগিতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.batabd.com.
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

