ইউসিএসআই ইউনিভার্সিটির ৬১ শিক্ষার্থী পেলেন ডীন’স অ্যাওয়ার্ড

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৮: ৫০

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ৬১জন কৃতী শিক্ষার্থী পেলো ডীন’স অ্যাওয়ার্ড। ২০২৫ মে সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ভালো ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার পেয়েছে।

ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৫ ও ৬ নভেম্বর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে সেপ্টেম্বর সেমিস্টারের জন্য ৬ জন শিক্ষার্থী “ক্যাম্পাস অ্যাম্বাসেডর” হয়েছেন। তাদেরকেও সার্টিফিকেট দেয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ডীন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদ, হেড অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন শারমিনা জামান, ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্ট এফবিএম এর অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. প্রদ্যুৎ রায়, ড. মাহমুদ ওয়াহিদ প্রমুখ। শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে আবিদা আফসারা গোলন্দাজ এবং সামিহা শামস বক্তব্য রাখেন।

ডীন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এফবিএম এর ২৩ জন, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর ১৬ জন, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ১২ জন, ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভস আর্টস এন্ড ডিজাইন এর ৫জন এবং ফ্যাকাল্টি অব হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর ৫জন রয়েছেন।

সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারের জন্য ৬ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন-এফবিএম এর সামিহা শামস, সোশ্যাল সায়েন্স এর আবিদা আফসারা গোলন্দাজ, কম্পিউটার সায়েন্স এর আবরারুল হক, হোটেল ট্যুরিজম এর রাইসা আফিফা, ক্রিয়েটিভ আর্টস এর সানজিলা শারমিন পুষ্পিতা এবং স্কুল অব গ্রাজুয়েটস স্টাডিজ এর সঞ্জয় মুখার্জী।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভালো ফল ও সফলতা অর্জনের এই ধারা অব্যাহত রাখার আহবান জানান ডীন ও রেজিস্ট্রার।

শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদেরও ধন্যবাদ জানান তারা। বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত