আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের নেতৃত্বে আমিনুর রশিদ ও আমিনুল ইসলাম

ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজ আবৃত্তি সংসদের নেতৃত্বে আমিনুর রশিদ ও আমিনুল ইসলাম

দীর্ঘদিন পর ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী আমিনুর রশিদ আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা কলেজের মুক্তমঞ্চের সামনে আবৃত্তি সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সংগঠনটির চিফ মডারেটর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা সুলতানা এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন, আমি দীর্ঘদিন ধরেই আবৃত্তি সংসদের সঙ্গে যুক্ত। বিগত দিনে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি মনে করি, ঢাকা কলেজ আবৃত্তি সংসদ শিক্ষার্থীদের ভাষা, সংস্কৃতি ও উপস্থাপনার যে দক্ষতা শিক্ষা দেয়অন্য কোনো ক্লাব কিন্তু তা শেখায় না। আমাদের আবৃত্তি সংসদ থেকেই অনেকেই উঠে গিয়ে বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন।

এমন একটি গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ৬৪ জেলা থেকে আগত শিক্ষার্থীদের ভাষাগত ও শিল্প-সাহিত্যের বিকাশের অন্যতম জায়গা হলো এই আবৃতি সংসদ। বিগত সময়ে আমরা কতটা দিতে পেরেছি জানি না; তবে আমি বিশ্বাস করি, আগামী দিনে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

নতুন কমিটি ঘোষণার পর আমরা ১৬ ডিসেম্বর উপলক্ষে এটিএন বাংলায় একটি দলীয় আবৃত্তিতে অংশ নেব। এভাবে নিয়মিত বিভিন্ন জাতীয় দিবসে কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করা হবে।

সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, ঢাকা কলেজ আবৃত্তি সংসদ একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এমন একটি সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা পড়াশোনা করে; অনেকের কথায় আঞ্চলিকতা ফুটে ওঠে। যারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে চান, তারা যেন আমাদের আবৃত্তি সংসদের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন,এটাই আমাদের লক্ষ্য।

ঢাকা কলেজ আবৃত্তি সংসদে কবিতা, সাহিত্য ও প্রমিত বাংলা উচ্চারণ শেখানো হয়। আমি আশা করি, আগামী দিনে এই সংসদ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

উল্লেখ্য, ‘উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প’ স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ডিসেম্বর মাসে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের যাত্রা শুরু হয়। কার্যক্রম শুরুর কিছুদিন পর তৎকালীন অধ্যক্ষের নির্দেশে সংগঠনটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পুনরায় কার্যক্রম চালু হওয়ায় বর্তমানে উদ্যম ও গতিশীলতায় এগিয়ে চলেছে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন