ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

প্রতিনিধি, ববি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৬: ৫৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এবার বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) বেলা ১২ টার সময় উপাচার্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত প্রশাসনিক শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে উপাচার্যের কার্যালয়, ট্রেজারার কার্যালয়, রেজিস্ট্রারের কার্যালয়সহ একাধিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আজ ১১ টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং পদত্যাগ না করায় পূর্ব ঘোষিত শাটডাউন পালন করার জন্যই এই তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। আরো জানান, উপাচার্য পদ ত্যাগ না করলে তারা আরো কঠোর কর্মসূচির দিতে বাধ্য হবেন।

আন্দোলনরত শিক্ষার্থী আইন বিভাগের তরিকুল বলেন, ‘শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করলেই, আন্দোলন দমানোর জন্য স্বৈরাচারের ভিসি মামলা দিয়ে দেন, যা বিশ্ববিদ্যালয়ের মুক্ত ধারার চিন্তার পরিপন্থি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচারের পুনর্বাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের ১৮ দিনের মাথায় উপাচার্য পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত