
জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হবে। বিতরণ কার্যক্রম চলবে সোমবার (১৭ নভেম্বর) পর্যন্ত।
বুধবার (১২ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হলে প্রার্থীদের সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয়ে আসতে হবে। কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। আজ (১২ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ ও ১৮ নভেম্বর। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর, এরপর ২৪ থেকে ২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। প্রার্থীদের ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর সম্পন্ন হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশিত হবে। প্রার্থীরা ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন, এবং প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
এসআর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হবে। বিতরণ কার্যক্রম চলবে সোমবার (১৭ নভেম্বর) পর্যন্ত।
বুধবার (১২ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হলে প্রার্থীদের সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয়ে আসতে হবে। কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। আজ (১২ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ ও ১৮ নভেম্বর। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর, এরপর ২৪ থেকে ২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। প্রার্থীদের ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর সম্পন্ন হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশিত হবে। প্রার্থীরা ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন, এবং প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
এসআর

ফ্যাসিবাদী সময়ের নিপীড়ন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের দিনলিপি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
১ ঘণ্টা আগে
জবি শাখা ছাত্রিসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না— উভয়েরই আমাদের কাছ থেকে হিজাব নিয়েছেন। আমরা মূলত এই বার্তাই দিতে চাই যে, হিজাব কোনোভাবেই নারীর অগ্রগতির অন্তরায় নয়; বরং এটি সুরক্ষা ও মর্যাদার প্রতীক।
৩ ঘণ্টা আগে
চিরকুটে ‘আমি খুব করে বাচঁতে চেয়েছি বিশ্বাস করো তোমরা’ লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা।
৫ ঘণ্টা আগে
মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১১৩৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন মোট ৩২৩ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ হাজার ৭৭৩ জনে।
৫ ঘণ্টা আগে