শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিয়ে দাও, মব করে শাকসু বন্ধ করা যাবে না, শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাদ্ধ কার’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকেরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা নির্বাচনে কোনো সহযোগিতা না করার ঘোষণা দেন। তারা আরো বলেন, নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের মতাদর্শের, তারা যেন পদত্যাগ করেন।
জানা গেছে, এরই পরিপ্রেক্ষিতে আটজন নির্বাচন কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

