আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাকসু নির্বাচনের ফল ঘোষণা সাড়ে ৪টায়

স্টাফ রিপোর্টার

জাকসু নির্বাচনের ফল ঘোষণা সাড়ে ৪টায়

অবশেষে ভোট গণনা শেষে আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে। এ সময়

সিনেট কক্ষে শুধু প্রার্থীরা এবং সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ৩৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ছাত্রদল ও অন্যান্য কয়েকটি প্যানেলের ভোট বর্জন, তিনজন শিক্ষকের নির্বাচনি কার্যক্রম থেকে সরে দাঁড়ানো, একজন পোলিং অফিসারের মৃত্যুর কারণে ভোট গণনায় দেরি হয়।

অবশেষে ৫৩ ঘণ্টা পর আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ভোট গণনা শেষ হয় বলে জানানো হয়। এরপর পর জানানো হয় সাড়ে ৪টায় ফল ঘোষণা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...