রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির। সংবাদ সম্মেলনে তারা উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়মসহ নানা অভিযোগ উপস্থাপন করেন।
অন্যদিকে উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে বেরোবি রেজিস্ট্রার প্রফেসর ড. হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধভাবে দায়িত্ব পালন ও বিভিন্ন ইস্যুতে অনিয়মের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বেরোবি ছাত্রদল।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সকাল সাড়ে ১০টায় শিবির এবং সাড়ে ১১টায় ছাত্রদল এই সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে বেরোবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেহেদি হাসান চারটি দাবি তুলে ধরেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরেও বর্তমান উপাচার্য শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছেন। যে সব কর্মকর্তা ও কর্মচারীর বিষয়ে দুর্নীতির অভিযোগে দুদকে তদন্ত চলছে, তার ফলাফল আসার আগেই তাদেরকে কেন নিয়োগ দিতে হবে।
ঢাবি, রাবি ও গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করা হলেও উন্নয়নমূলক ফান্ডে টাকা দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় নানা ধরনের তদন্ত কমিটি করা হলেও তার কোন ফলাফল না পাওয়ার অভিযোগ তুলেন তারা। মেহেদী হাসান আরও বলেন, তারা এখন স্মারকলিপির মাধ্যমে বিষয়গুলো ইউজিসিকে জানাবেন।
পৃথক সংবাদ সম্মেলনে বেরোবি শাখা ছাত্রদলের সহ সভাপতি তুহিন রানা উপাচার্যের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করে বলেন, রেজিস্ট্রার প্রফেসর ড. হারুন অর রশিদের বিরুদ্ধে অবৈধভাবে দায়িত্ব পালন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে দায়ের করা বিভিন্ন মামলায় সহযোগিতার পরিবর্তে রেজিস্ট্রার অসহযোগিতা করেছেন, যার ফলে আসামিরা এখনো গ্রেপ্তার হননি।
বেরোবি উপাচার্য ড. শওকাত আলী নিয়োগের বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় এটা করতে পারে না। এটা করে ইউজিসি। তিনি দাবি করেন, এটা কেউ বলতে পারবে না যে, উপাচার্য ব্রাকসু নির্বাচন চাননি।
অন্যদিকে অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, ব্রাকসু নির্বাচনের ভোটার তালিকা রেজিস্টার দপ্তর দেয় না, রেজিস্ট্রার দপ্তর দেয় শিক্ষার্থীদের তালিকা। মামলার বিষয় তিনি বলেন, সব বিষয়ে কাজ করেছে একটা তদন্ত কমিশন। আমি শুধু সেখানে বাদী হিসেবে ছিলাম। কাকে মামলার আসামি করা হবে এর দায় রেজিস্ট্রারের না। অন্য অভিযোগগুলোর ব্যাপারেও তার কোনো দায় নেই বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

