রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর পরিচালক মনোনীত হয়েছেন সামসুল আলম এবং সহকারী পরিচালক মনোনীত হয়েছেন ইমরান হাসান।
বৃহস্পতিবার সংগঠনটির আয়জিত শিল্পী সমাবেশে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, বিকল্পের চেয়ারম্যান মুজাহিদ ফয়সল এবং সদ্য বিদায়ি পরিচালক আহমেদ রায়হান। এই নতুন নেতৃত্ব ঘোষণা করেন।
নব মনোনীত পরিচালক সামসুল আলম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং সহকারী পরিচালক ইমরান হাসান আরবি বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে চেঞ্জ টিভির পরিচালক আমিরুল মোমেনিন মানিক বলেন, আমি আশা করি নতুন এই নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও প্রগতিশীল সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

