স্টাফ রিপোর্টার
নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৫।
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই হৃদয়ছোঁয়া স্লোগান ধারণ করে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠান বাঁধন কেন্দ্রীয় পরিষদের শাখার আয়োজনে এবং গাকৃবির সার্বিক সহযোগিতায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে সকাল ১০টায় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বাঁধন শাখার সভাপতি মোঃ শামীম গাজী।
মানুষের জন্য নিবেদিত এ সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভ‚ঁইয়া উপস্থিত ছিলেন। মহতী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর উপাচার্য প্রফেসর ড. এ. এনএম. মেশকাত উদ্দিন, গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন দেশের ৬১ জেলা থেকে আগত বাঁধনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও উপদেষ্টাবৃন্দসহ গাকৃবি শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রধান অতিথির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাঁধনের বিভিন্ন জোনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও মূল্যায়ন। সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে ন্যাশনাল বøাড অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব এবং অংশগ্রহণকারী বিজয়ীদের পরে শুভেচ্ছা স্মারক ও প্রাইজ মানি প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ছিল স্বাগত অধিবেশন, বার্ষিক কর্মপরিকল্পনা ও অতিথিদের মূল্যবান বক্তব্য।
এ সময় ২০২৫-২৬ সেশনে কেন্দ্রীয় বাঁধনের সভাপতি নিযুক্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস.এম কামরুজ্জামান কাফি এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আহমেদ রেজা জুনায়েদ। যেখানে বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানানো হয়। পরে অনুষ্ঠানের প্রধান আলোচক বাকৃবি উপাচার্য ১৯৫২ থেকে ২৪’র জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী সকলের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “বাঁধন কেবল একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে রক্ত দান নয়, বরং এখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়েরও ব্যবস্থা রয়েছে।”
বক্তব্যে বাকৃবি উপাচার্য বাঁধনকে আরো সহনশীল ও পরিবেশ বান্ধব হয়ে দেশের দুর্নীতি প্রতিরোধে অবদান রাখার আহ্বান জানান। অন্যদিকে গাকৃবি উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বাঁধনকে মানবিক সংগঠন উল্লেখ করে বলেন, বাঁধন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এ বাঁধন সমাজ বিনির্মাণ তথা সমাজ পরিবর্তনে অগ্রণী ভ‚মিকা রাখে। ড. রহমান আরো বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাঁধন তার লক্ষ্যে পৌঁছে যাবে।”
এ সময় উপাচার্য ২৪’র জুলাই আন্দোলনে সকল শহীদ ও আহতদের বীরত্বগাঁথা তুলে ধরেন । বাঁধনে নতুন নেতৃত্বে যাদের আগমন ঘটল তাদের সাধুবাদ জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে বক্তৃতা শেষ করেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা গোটা দিনব্যাপী আয়োজনকে একটি প্রাণবন্ত ও আনন্দঘন আবহে পরিণত করে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠা লাভের পর আজ পর্যন্ত বাঁধন প্রায় ১১ লাখ ২০ হাজার ব্যাগ রক্ত দান করেছে এবং বর্তমানে ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানে, ১৬টি জোন, ১৪৮টি ইউনিট ও ১৪টি পরিবারের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৫।
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই হৃদয়ছোঁয়া স্লোগান ধারণ করে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠান বাঁধন কেন্দ্রীয় পরিষদের শাখার আয়োজনে এবং গাকৃবির সার্বিক সহযোগিতায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে সকাল ১০টায় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বাঁধন শাখার সভাপতি মোঃ শামীম গাজী।
মানুষের জন্য নিবেদিত এ সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভ‚ঁইয়া উপস্থিত ছিলেন। মহতী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর উপাচার্য প্রফেসর ড. এ. এনএম. মেশকাত উদ্দিন, গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন দেশের ৬১ জেলা থেকে আগত বাঁধনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও উপদেষ্টাবৃন্দসহ গাকৃবি শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রধান অতিথির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাঁধনের বিভিন্ন জোনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও মূল্যায়ন। সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে ন্যাশনাল বøাড অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব এবং অংশগ্রহণকারী বিজয়ীদের পরে শুভেচ্ছা স্মারক ও প্রাইজ মানি প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে ছিল স্বাগত অধিবেশন, বার্ষিক কর্মপরিকল্পনা ও অতিথিদের মূল্যবান বক্তব্য।
এ সময় ২০২৫-২৬ সেশনে কেন্দ্রীয় বাঁধনের সভাপতি নিযুক্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এস.এম কামরুজ্জামান কাফি এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আহমেদ রেজা জুনায়েদ। যেখানে বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানানো হয়। পরে অনুষ্ঠানের প্রধান আলোচক বাকৃবি উপাচার্য ১৯৫২ থেকে ২৪’র জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী সকলের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “বাঁধন কেবল একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে রক্ত দান নয়, বরং এখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়েরও ব্যবস্থা রয়েছে।”
বক্তব্যে বাকৃবি উপাচার্য বাঁধনকে আরো সহনশীল ও পরিবেশ বান্ধব হয়ে দেশের দুর্নীতি প্রতিরোধে অবদান রাখার আহ্বান জানান। অন্যদিকে গাকৃবি উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বাঁধনকে মানবিক সংগঠন উল্লেখ করে বলেন, বাঁধন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এ বাঁধন সমাজ বিনির্মাণ তথা সমাজ পরিবর্তনে অগ্রণী ভ‚মিকা রাখে। ড. রহমান আরো বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাঁধন তার লক্ষ্যে পৌঁছে যাবে।”
এ সময় উপাচার্য ২৪’র জুলাই আন্দোলনে সকল শহীদ ও আহতদের বীরত্বগাঁথা তুলে ধরেন । বাঁধনে নতুন নেতৃত্বে যাদের আগমন ঘটল তাদের সাধুবাদ জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে বক্তৃতা শেষ করেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা গোটা দিনব্যাপী আয়োজনকে একটি প্রাণবন্ত ও আনন্দঘন আবহে পরিণত করে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠা লাভের পর আজ পর্যন্ত বাঁধন প্রায় ১১ লাখ ২০ হাজার ব্যাগ রক্ত দান করেছে এবং বর্তমানে ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানে, ১৬টি জোন, ১৪৮টি ইউনিট ও ১৪টি পরিবারের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪ ঘণ্টা আগে