আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রতিনিধি, কুবি

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন-মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস (আইসিএমআরএস–২০২৬)’ শেষ হবে আগামীকাল।

বিজ্ঞাপন

‎শুক্রবার (৯ জানুয়ারি) কুমিল্লার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পিয়ার আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দীন শেখর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজিদুল করিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

‎পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সম্মেলনের সাফল্য কামনা করে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বহুমুখী বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব, গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

‎আয়োজক সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে দেশ ও বিদেশ থেকে মোট ২৭০টি গবেষণা অ্যাবস্ট্রাক্টস জমা পড়েছে। এর মধ্যে ১৪৮টি মৌখিক (ওরাল) প্রেজেন্টেশন এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।

‎সম্মেলনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপন এবং পাঁচটি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। এসব সেশনে দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করবেন বলে জানান আয়োজকেরা।

‎সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ। তিনি বলেন, তিনি বর্তমান সময়ের বহুমুখী বিজ্ঞান গবেষণায় এ ধরনের সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও দক্ষ গবেষক তৈরিতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি বহুমুখী বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখতে সম্মেলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন