গবেষণা ও শিক্ষা সহযোগিতা জোরদারে জাপান সফরে ঢাবি উপাচার্য

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৭: ০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছয়দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন। জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন।

সফরকালে উপাচার্য এহিম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও শিক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

উপাচার্যের এ সফরে ‘Implementing Water Quality Monitoring and Purification Technologies to Control Health Risks for Antimicrobial Resistance (AMR) in the Dhaka Metropolitan Area’ শীর্ষক একটি যৌথ গবেষণা প্রকল্প নিয়ে আলোচনা হবে। জাইকা ও জেএসটি-এর অর্থায়নে পরিচালিতব্য এই প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এছাড়া অধ্যাপক খান এহিম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাব ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং টেকসই প্রযুক্তি বিনিময়ে আগ্রহ প্রকাশ করবেন বলে জানা গেছে। সফরের অংশ হিসেবে তিনি জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত একটি আন্তর্জাতিক কর্মশালায় ‘রোহিঙ্গা শরণার্থী সংকট: আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, প্রত্যাবাসনের পথ এবং জীবিকা নির্বাহের চ্যালেঞ্জ’ শীর্ষক বিষয়ে বক্তৃতা দেবেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আগামী ২৮ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। এ সময় তাঁর অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত