আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যাসিবাদের শেকড় বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে: জুনায়েদ

জবি সংবাদদাতা
ফ্যাসিবাদের শেকড় বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে: জুনায়েদ

‘ফ্যাসিবাদের শেকড় বাংলাদেশ থেকে উপড়ে ফেলতে হবে। এ দেশ আমাদের সকলের, ফ্যাসিস্ট হাসিনার নয়। এই দেশ গড়ার দায়িত্বও আমাদের সকলের’ —এমন মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টে আপ বাংলাদেশের উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় (পর্ব -১৪) এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আলী আহসান জুনায়েদ বলেন, ‘আমি নিজের চোখে লোমহর্ষক দৃশ্য দেখেছি। একটি সাধারণ কোটার দাবিকে কেন্দ্র করে ফ্যাসিস্ট সরকার যে বর্বর নির্যাতন চালিয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিগত ১৭ বছরে গুম, হামলা, মামলা দিয়ে রাষ্ট্রকে একটি বন্দিশালায় পরিণত করা হয়েছে। এমনকি জুলাইয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে—এটা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের সকলের উপলব্ধি করা উচিত। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সচেতন মানুষকে জীবন দিতে হয়—সেটাই আমরা জুলাইয়ে দেখেছি। কিন্তু ১১ মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। অনেক শহীদের গেজেট প্রকাশ পায়নি। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অপব্যবহার থামেনি।’

জুনায়েদ বলেন, ‘জুলাইয়ে পুলিশ ও র‍্যাব দিয়ে জনগণের ওপর ভয়ভীতি ছড়ানো হয়েছে। আওয়ামী লীগ এখনো ‘জুলাই বিপ্লব’কে স্বীকৃতি দেয়নি। অথচ এই বিপ্লবই আমাদের শিখিয়েছে—দেশ গড়তে হলে দল-মত নির্বিশেষে সবাইকে একত্র হতে হবে।’

আলোচনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংগঠনিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন