প্রতিনিধি, ঢাবি
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে। ক্যাম্পাসের প্রগতিশীল শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার প্রাথমিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় এবার বামজোট থেকে সম্ভাব্য দুইটি আলাদা প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জানা গেছে।
সোমবার বিকালে বাম গণতান্ত্রিক ছাত্র জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে। এতে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমাদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক মনোনয়ন জমা দিয়েছেন।
তবে ইমিকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি হিসেবে জেতার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন। সেই পুরোনো মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ইমি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার হতে দেখছি। বর্তমান অবস্থান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জানাতে চাই—আমি নিরপরাধ মানুষ। ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’
অন্যদিকে বাম সংগঠনের আরেকটি অংশ বিকল্প প্যানেলের প্রস্তুতি চালাচ্ছে। তাদের সম্ভাব্য নেতৃত্ব পরিষদে ভিপি প্রার্থী হিসেবে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাঈম হাসান হৃদয়কে, জিএস প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমানকে এবং এজিএস পদে অনয়কে।
নাঈম গণমাধ্যমকে জানান, ‘ক্যাম্পাসের সব প্রগতিশীল শক্তিকে একত্রিত করার চেষ্টা করেছিলাম। তবে বিশেষ কারণে তা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ইনক্লুসিভ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে আমরা নিজেদের প্যানেল গঠন করছি।’
জানতে চাইলে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, যে কেউ যদি আলাদা নির্বাচন করতে আমরা গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে তাকে স্বাগত জানাবো। আমরা ইতোমধ্যে একটি প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছি তবে এর বাইরে যদি কেউ নির্বাচন করতে চায় তাতে আমাদের দিক থেকে কোনো বাধা নেই।
এছাড়া মেঘমল্লার বসু সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে ছয় দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এতে তিনি পূর্ববর্তী সরকারের সময়ে ছাত্র নিপীড়নের সঙ্গে যুক্তদের নাম প্রকাশ, নির্বাচনে অযোগ্য ঘোষণা, নীল দলের শিক্ষকদের প্রভোস্ট পদ থেকে অপসারণ, ভোটের আগে ১৫ দিনের পরীক্ষা স্থগিত, ভোটকেন্দ্র বৃদ্ধিসহ পরিবহণ সুবিধা ও অনলাইন গুজব রোধের দাবি জানান।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে। ক্যাম্পাসের প্রগতিশীল শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার প্রাথমিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় এবার বামজোট থেকে সম্ভাব্য দুইটি আলাদা প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জানা গেছে।
সোমবার বিকালে বাম গণতান্ত্রিক ছাত্র জোট আংশিক প্যানেল ঘোষণা করেছে। এতে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।
একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমাদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক মনোনয়ন জমা দিয়েছেন।
তবে ইমিকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি হিসেবে জেতার পর এক টকশোতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন। সেই পুরোনো মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ইমি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার হতে দেখছি। বর্তমান অবস্থান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জানাতে চাই—আমি নিরপরাধ মানুষ। ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।’
অন্যদিকে বাম সংগঠনের আরেকটি অংশ বিকল্প প্যানেলের প্রস্তুতি চালাচ্ছে। তাদের সম্ভাব্য নেতৃত্ব পরিষদে ভিপি প্রার্থী হিসেবে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাঈম হাসান হৃদয়কে, জিএস প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমানকে এবং এজিএস পদে অনয়কে।
নাঈম গণমাধ্যমকে জানান, ‘ক্যাম্পাসের সব প্রগতিশীল শক্তিকে একত্রিত করার চেষ্টা করেছিলাম। তবে বিশেষ কারণে তা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ইনক্লুসিভ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে আমরা নিজেদের প্যানেল গঠন করছি।’
জানতে চাইলে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, যে কেউ যদি আলাদা নির্বাচন করতে আমরা গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে তাকে স্বাগত জানাবো। আমরা ইতোমধ্যে একটি প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছি তবে এর বাইরে যদি কেউ নির্বাচন করতে চায় তাতে আমাদের দিক থেকে কোনো বাধা নেই।
এছাড়া মেঘমল্লার বসু সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে ছয় দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন। এতে তিনি পূর্ববর্তী সরকারের সময়ে ছাত্র নিপীড়নের সঙ্গে যুক্তদের নাম প্রকাশ, নির্বাচনে অযোগ্য ঘোষণা, নীল দলের শিক্ষকদের প্রভোস্ট পদ থেকে অপসারণ, ভোটের আগে ১৫ দিনের পরীক্ষা স্থগিত, ভোটকেন্দ্র বৃদ্ধিসহ পরিবহণ সুবিধা ও অনলাইন গুজব রোধের দাবি জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে