আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুটিকে নিউরোসায়েন্সে ভর্তি

স্টাফ রিপোর্টার

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুটিকে নিউরোসায়েন্সে ভর্তি

মিয়ানমারের ঘটনায় গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতালে ভর্তির করা হয়েছে। পোস্ট অপারেটিভ রুমে একটি সংরক্ষিত সিটে তাকে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু।

এর আগে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করে দ্রুত অপারেশন করা হয়। গুলির কারণে হুজাইফার মস্তিষ্কের একপাশে চাপ অনেক বেড়ে যায়। চিকিৎসার প্রয়োজনে তার মাথার খুলির ডান পাশ অপারেশন করে খুলে রাখা হয়েছে।

গতকাল বেলা ১১টায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন, নিউরোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, ভাস্কুলার সার্জন, আইসিইউ স্পেশালিস্ট, অ্যানেস্থেশিওলজিস্টসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড করা হয়। বোর্ড শিশুটিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে শিফিট করার সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে রাতেই ভর্তি করা হয় শিশুটিকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে হুজাইফার জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে মাত্র ৭। মানে, তার অবস্থা সংকটাপন্ন। মেকানিক্যাল ভেন্টিলেশন মানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। তার চিকিৎসায় যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছেন নিউরোসায়েন্সের চিকিৎসকেরা।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার মধ্যে সংঘর্ষ চলছে। সীমান্তের ওপারের ব্যাপক গোলাগুলির প্রভাব এপারেও পড়ছে। গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমার থেকে আসা গুলিতে হোয়াইক্যং তেচ্ছাব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয় হুজাইফা। শিশু হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ওই দিন মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেলে আনে লাইফ সাপোর্টে রাখা হয়। ওই দিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের ভেতরে থাকা গুলিটি বের করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হোন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন