৬ বছর পর ড্যাবের নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৬: ২৯

ছয় বছরের বেশি সময় পর আজ শনিবার বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে কাউন্সিলের সব প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীর কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই কাউন্সিলে সরাসরি ভোটে চিকিৎসকরা তাদের নেতা নির্বাচন করবেন। দুপুর ১টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার জানান, ‘কাউন্সিলের সব প্রস্তুতি শেষ হয়েছে। যথা সময়ে ভোটগ্রহণ শুরু হবে।’

বিজ্ঞাপন

পাঁচটি পদে এবারের ড্যাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, মহাসচিব ছাড়াও সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ ও সিনিয়র মহাসচিব পদে লড়াই হবে। ভোট দেবেন তিন হাজার ১৩১ জন ভোটার।

হারুন-শাকিল ও আজিজ-শাকুর, দুই প্যানেলে লড়াই হবে। এর মধ্যে প্রথম প্যানেল ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছে। এতে সভাপতি ছিলেন অধ্যাপক ডা. হারুনুর রশীদ। অন্য প্যানেলে অধ্যাপক একেএম আজিজুল হক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন।

অধ্যাপক হারুনুর রশীদের প্যানেলের মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, একেএম আজিজুল হকের প্যানেলের মহাসচিব পদে অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই দুই প্যানেল ছাড়া ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০১৯ সালের ২৪ মে সর্বশেষ ড্যাবের ভোট অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে হারুন আল রশীদ সভাপতি ও আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন। গত বছর কমিটির মেয়াদ শেষ হলে চলতি বছরের ২৪ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত