২০২৫ সালে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন গুগলে যা খুঁজেছেন, তার মধ্য থেকে স্পষ্টভাবে উঠে এসেছে কয়েকটি বিষয়। বিনোদন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য ও বৈশ্বিক ঘটনা সব মিলিয়ে ২০২৫ সালের সার্চ ট্রেন্ড আমাদের ডিজিটাল জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছে। এমন ৫টি বিষয় যেগুলো অনেকবেশি সার্চ হয়েছে এবং গুগল ট্রেন্ডে উঠে এসেছে বারবার
চার্লি কির্ক
২০২৫ সালের সেপ্টেম্বরে মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কির্কের হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার পরপরই তার নাম গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর একটিতে পরিণত হয়। কী ঘটেছিল, কে জড়িত এবং এর রাজনৈতিক প্রভাব কী এসব জানতেই বিপুল সংখ্যক মানুষ গুগলে অনুসন্ধান করেন। ফলে তিনি ২০২৫ সালের অন্যতম আলোচিত ব্যক্তি হিসেবে উঠে আসেন।
কেপপ ডেমন হান্টার্স
নেটফ্লিক্সের অ্যানিমেটেড ছবি ‘কেপপ ডেমন হান্টার্স’ ২০২৫ সালে এক সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে। কেপপ সংগীত, অ্যাকশন ও ফ্যান্টাসির মিশেলে তৈরি এই সিনেমাটি মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। ছবির গান, চরিত্র ও গল্প নিয়ে গুগলে সার্চের পরিমাণ দ্রুত বেড়ে যায়, যা একে বছরের অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক সার্চ ট্রেন্ডে পরিণত করে।
লাবুবু
পপ মার্ট-এর তৈরি লাবুবু নামের ছোট মনস্টার আকৃতির খেলনাগুলো ২০২৫ সালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সংগ্রহযোগ্য এই খেলনাগুলো অল্প সময়ের মধ্যেই তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। ফলস্বরূপ, লাবুবু গুগলের ট্রেন্ডিং সার্চ তালিকায় জায়গা করে নেয় এবং সার্চ সংখ্যায় রেকর্ড তৈরি করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেমিনি
২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ আরও বেড়ে যায়। বিশেষ করে গুগলের নিজস্ব এআই মডেল জেমিনির উন্নয়ন ও ব্যবহার নিয়ে মানুষ ব্যাপকভাবে সার্চ করেছে। ‘এআই কী’, ‘জেমিনি কীভাবে কাজ করে’, ‘এআই ভবিষ্যতে কী প্রভাব ফেলবে’ এ ধরনের প্রশ্ন গুগল সার্চে শীর্ষে ছিল। এটি প্রমাণ করে, এআই এখন শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়, বরং সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনীতি
২০২৫ সালে আন্তর্জাতিক রাজনীতিও গুগল সার্চে বড় প্রভাব ফেলেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধ, যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন, এবং নতুন আইন যেমন ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ এসব ঘটনা মানুষকে ব্যাপকভাবে তথ্য খুঁজতে বাধ্য করেছে। এসব রাজনৈতিক ইস্যু গুগলের সার্চ ট্রেন্ডে উল্লেখযোগ্য স্থান দখল করে নেয়।
এসব নতুন ট্রেন্ডের পাশাপাশি কিছু সার্চ ২০২৫ সালেও আগের মতোই জনপ্রিয় ছিল। যেমন- ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ), দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য (আবহাওয়া ও অনুবাদ), বড় ইভেন্ট ও চলমান বিশ্ব ঘটনা-এই ধরনের সার্চ প্রমাণ করে, ব্যবহারিক ও দৈনন্দিন প্রশ্নের জন্য মানুষ এখনও গুগলের ওপর সবচেয়ে বেশি নির্ভর করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

