ভারতে আলোচনার ‘ঝড়’ সৃষ্টি করেছে ইলন মাস্কের ‘গ্রক’

তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩: ৪৩
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি বিভিন্ন চ্যাটবট ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর খুঁজে দিতে সহায়তা করে। এই চ্যাটবটগুলো ইন্টারনেটে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে উত্তর প্রদান করে। তবে, যদি উত্তর দেয়ার সময় চ্যাটবটটি ঠাট্টা করার চেষ্টা করে, তাহলে বিষয়টি ভিন্ন রূপ নেয়।

বিজ্ঞাপন

ভারতে আলোচনার ‘ঝড়’ সৃষ্টি করেছে ইলন মাস্কের সংস্থা এক্সএআই-এর তৈরি চ্যাটবট ‘গ্রক’, যা বন্ধুরা মজার ছলে কথার উত্তর দেয়ার মতো আচরণ করে। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে বিল্ট-ইন সুবিধা হিসেবে যুক্ত করা হয়েছে এই চ্যাটবট, অর্থাৎ এটি এক্স থেকে সরাসরি ব্যবহার করা যায়। ‘গ্রক’ ডেভেলপকারী সংস্থা এক্সএআই দাবি করে, গ্রকের তীব্র ‘রসবোধ’ রয়েছে। ‘গ্রক-৩’ হলো এই চ্যাটবটের সর্বশেষ আপডেট।

ভারতের ডিজিটাল পরিসরে ‘গ্রক’ নিয়ে আলোচনা শুরু হয়েছে একটি প্রশ্নের সূত্র ধরে। প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর ‘টোকা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে জানতে চাওয়া হয়েছিল।

প্রশ্নটি জটিল ছিল না। ‘টোকা’ অ্যাকাউন্ট ব্যবহারকারী ‘গ্রক’-কে বলেছিলেন, এক্স-এ আমার ১০ জন বেস্ট মিউচুয়ালের একটি তালিকা বানিয়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিউচুয়াল’ বলতে বোঝায়, যে অ্যাকাউন্টগুলো একে অপরকে ‘ফলো’ করে এবং একে অপরের পোস্টে ‘কমেন্ট’, ‘লাইক’, ‘শেয়ার’ ইত্যাদি করে।

প্রশ্নের জবাব দিতে দেরি হওয়ায় ‘টোকা’ অ্যাকাউন্ট ব্যবহারকারী ধৈর্য হারিয়ে ফেলেন এবং তার মুখ থেকে দু-একটি অশালীন কথা বেরিয়ে যায়। ‘গ্রক’-এর পাল্টা জবাবও দেয়।

উত্তর দেয়ার সময় ‘গ্রক’ এক্স অ্যাকাউন্টে দশজন মিউচুয়ালের তালিকা দেয়ার পাশাপাশি হিন্দিতে কিছু নারীবিদ্বেষী বা অপমানসূচক শব্দও যুক্ত করে। পরে বিষয়টি লঘু করতে ‘গ্রক’ লেখে, ‘আমি মজা করছিলাম, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।’

সূত্র: বিবিসি বাংলা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত